কলকাতা: মণিপুরের ঘটনা গোটা দেশে বিজেপি’র মুখ অনেকটাই অবনত করে দিয়েছে৷ এ রাজ্যেও বিজেপির অবস্থান আর বক্তব্য অনেকটাই ম্লান হয়েছে বলেও অনেকের অভিমত। কারণ, মণিপুরে কার্যত বিপর্যস্ত বিজেপি’র ডবল ইঞ্জিন সরকার৷ টানা প্রায় তিন মাসের গোষ্ঠী দ্বন্দ্বে অন্তত দেড়শ মানুষ প্রাণ হারিয়েছেন। উত্তরপূর্বের এই রাজ্যে এত অশন্তি সত্ত্বেও বাংলার বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনায় আপত্তি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মণিপুরের পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না।
কিন্তু বিজেপির সেই যুক্তি খণ্ডন করে সোমবারই রাজ্য বিধানসভায় মণিপুর পরিস্থিতি নিয়ে প্রস্তাব আনতে উদ্যত রাজ্যের শাসক দল। তারপর ওই প্রস্তাবের উপর আলোচনা চায় তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই বিতর্কে জবাবি বক্তৃতা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
তৃণমূলের এই পদক্ষেপকে কৌশলি বলেই অনেকের ধারণা। পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা নিয়ে বিজেপি সকলের নজর কাড়তে চাইছে, তখন মণিপুর অস্ত্রে সেই আক্রমণ ব্যহত করতে মরিয়া মমতা।