কলকাতা: তাঁকে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে দেখা যায়। তাঁকে আবার প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিজনের পাশেও দেখা যায়। হঠাৎ বামপন্থীদের কাছে ভালোমানুষ হতে চান কেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনীতি এবং ভোট দিয়ে এই ব্যাখ্যা করা যায়। যদিও তাতে অনেকের আপত্তি থাকবে। কারণ, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বিরোধীদের পাশে দাঁড়াবেন, তাই’তো স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের সমাজ ব্যবস্থা রাজনীতির চাকায় আবর্তিত হয়। মমতা তার ব্যতিক্রম নন।
মমতা জানেন রাজ্যে সিপিএমের ভোট মাত্র ৭ শতাংশের মত (শেষ লোকসভা নির্বাচনে অনুযায়ী)। অন্যান্য বাম গুলির ভোট আরও কম। কিন্তু, বামপন্থী মনস্ক মানুষের সংখ্যা কম হয়নি। হীনবল সিপিএমকে ভোট দিয়ে তারা ভোট নষ্ট করতে চাননা। তারা বিজেপিকে পছন্দ করেন না। কিন্তু মমতাকেও তাদের ঘোর অপছন্দ। ‘দাম্ভিক’ তৃণমূল কংগ্রেসের পতন চায় তারা। সেই কারণে তাদের বড় অংশ বিজেপিকে বেছে নিচ্ছে। শুধুমাত্র তৃণমূলকে হারাতে চায় তারা। তাদের ভোট যে নির্ণায়ক ফ্যাক্টর হতে পারে তা জানেন তিনি। সেই জন্যই বাম মনস্ক মানুষদের মনের অবস্থান করতে চায় তৃণমূল।
পশ্চিমবঙ্গে বাম বিচ্যুতির ধারাবাহিক সংখ্যাতত্ব পর্যালোচনা করলে সমান্তরাল ভাবেই একটি বিকল্প চিত্র উঠে আসবে। আজব এ সংখ্যা। কখনও মঙ্গলধ্বনি, কখনও বিপদঘন্টা। বাম বিপর্যয়ে কিভাবে ভোট বাড়িয়েছে বিজেপি, তা-ই উঠে এসেছে এই সংখ্যাতত্ত্বে।
সংখ্যাতত্ব বলছে, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ৬.১৪ শতাংশ ভোট পেয়েছিল। ২০০৯ একটি গুরুত্বপূর্ণ সময়। বামদুর্গের মহাপতনের বিপদ ঘন্টা শোনা গিয়েছে। ঠিক এক বছর আগেই (২০০৮) সালের পঞ্চায়েত নির্বাচনে একাধিক জেলা পরিষদ দখল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ তে রাইটার্স বিল্ডিংয়ে মমতার রাজকীয় পদার্পনের মাঝেও অনেকে একটি তথ্য ভুলে যান – ওই পালাবদলের নির্বাচনেও ১০.০২ শতাংশ ভোটে পেয়েছিল বিজেপি। সেই সময় বিজেপির ভোট বৃদ্ধির কারণ হিসাবে তৃণমূলের বৃদ্ধিকেই দায়ী করে বামেরা।২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ১৭.০২ শতাংশ ভোট পায় বিজেপি।
২০১৪ সালে লোকসভা নির্বাচনে দুটি আসন রাজ্য থেকে পায় বিজেপি। অন্যদিকে, সারা দেশে প্রবল ‘মোদী হওয়ায়’ রাজ্যে বিজেপির ভোট বাড়লেও তৃণমূল ৩৪ আসন রাজ্যে দখল করে নিয়েছিল। কংগ্রেসের ৪টি এবং বামফ্রন্ট ২ টি আসন পায়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় একটি বিকল্প শক্তি হিসাবে উঠে আসে বিজেপি। এই প্রথম রাজ্যের বিধানসভায় বিজেপি ৩ বিধায়ক পাঠাতে সক্ষম হয়। কিন্তু সংখ্যাতত্ব বলছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে শতাংশের বিচারে ভোট কমে গিয়েছে বিজেপির। বিজেপি পায় ১২.২৫ শতাংশ। ২০১৬ সালে বিজেপির ভোট বাড়েনি কারণ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট-কংগ্রেস আসন সমঝোতা করতে পেরেছিল। এই সমঝোতায় রাজনৈতিক লাভ হয়নি বামফ্রন্টের। কিন্তু, মানুষ তৃণমূলের বিরুধ্যে ভোট দেওয়ার একটি বিকল্প পথ পেয়েছিল। এই তথ্য অস্বীকার করার জায়গা নেই।