জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে এবার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন মমতা

জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে এবার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন মমতা

কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত বঙ্গ রাজনীতিতে অতি পরিচিত অধ্যায়৷ এই সংঘাত অনেকদিন আগেই চরমে উঠেছে৷ কিন্তু এবার তা মাত্রা ছাড়িয়ে গিয়েছে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর কোনও রাখঢাক নয়৷ রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনকড়ের  অপসারণ চেয়ে এবার সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী৷  

আরও পড়ুন- করোনা মোকাবিলায় স্কুলগুলিতে সেফ হোমের সিদ্ধান্ত! পদক্ষেপ রাজ্যের

জানা গিয়েছে,  রাজ্যপালের অপসারণের বিষয়ে এবার সত্যিই ‘সিরিয়াস’ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রয়োজনে বিধানসভায় রাজ্যপালের অপসারণের দাবিতে তৃণমূল কংগ্রেস প্রস্তাব পেশ করতে পারে৷ জগদীপ ধনকড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে৷ তিনি কার্যত সরকার বিরোধী অবস্থান নিয়েছেন৷ তৃণমূল সরকারের একের পর এক নীতি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল৷ রাজ্য প্রশাসনের কাজ নিয়েও সরব হয়েছেন তিনি৷ বিধানসভা নির্বাচনের আগে কার্যত পরিবর্তনের পক্ষেই সওয়াল করেছিলেন রাজ্যপাল৷ যা নিয়ে চরম বিতর্ক দানা বাধে৷ এদিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওনার তো কিছুই কাজ নেই৷ কিছু কাজ তো করতে হবে৷ তাই এসব করছেন৷  মমতার দাবি, বিজেপি’র ভাষাতেই কথা বলেন রাজ্যপাল৷
 

আরও পড়ুন- ‘পদ্ম’ও পোষাল না দীপেন্দুর! কয়েক মাসেই মোহভঙ্গ

এখানেই সংঘাতের শেষ নয়৷ নজিরবিহীন ভাবে মুখ্যমন্ত্রীর শপথের দিনও ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি ধনকড়৷ তবে রাজ্য সরকারের অনুমতি ছাড়া ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপালের জেলা সফর ও নারদ মামলা পদক্ষেপ করার অনুমতি দিয়ে এই সংঘাতকে আরও চরমে নিয়ে গিয়েছেন রাজ্যপাল৷ সোমবার নারদ কাণ্ডে গ্রেফতার হয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ 

গতকাল সিজিও কমপ্লেক্সে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন রাজ্যপাল৷ সেই সময়ও দু’জনের মধ্যে চরম বাক্য বিনিময় হয় বলে খবর৷ এর পরেই ধৈর্যের বাঁধ ভাঙে মুখ্যমন্ত্রীর৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 6 =