mamata
কলকাতা: বাংলার জন্য লগ্নি টানতে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যে ফেরার পর থেকেই পায়ের চোট নিয়ে ঘর বন্দি তিনি৷ চিকিৎসকের পরামর্শে বাড়িতেই বিশ্রামে কাটিয়েছেন৷ তবে দুর্গাপুজোর কার্নিভালে তিনি থাকবেন রাস্তায়৷ যোগ দেবেন উৎসবে৷ নভেম্বর মাস পড়লেই হবে বিজয়া সম্মিলনী। সেখানে উপস্থিত থাকবেন দেশের ও রাজ্যের তামাম শিল্পপতিরা।
আগামী নভেম্বর মাসের ২১ থেকে ২৩ তারিখ বিশ্ব বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) আসর বসবে রাজ্যে। তার আগে নভেম্বরের গোড়াতেই রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয় সম্মেলনীর আয়োজন করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, আগামী ৯ নভেম্বর এই সম্মেলনীর আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এ বার বিজয় সম্মেলনীর স্থান পরিবর্তন করা হচ্ছে। গত বছর পর্যন্ত নিউটাউনের ইকো পার্কেই এই সম্মেলনীর আয়োজন করা হত। কিন্তু এ বার তা হবে আলিপুরের মিউজিয়ামে। আলিপুরের জেল ইতিমধ্যেই বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছে৷ স্বাধীনতা লাভের ৭৫ বছর উপলক্ষে আলিপুরে একটি সংগ্রহশালাটি তৈরি করিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে এই সংগ্রহশালাটি তাঁর কালীঘাটের বাড়ির খুব কাছে। সর্বোপরী তা মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত।
এই সংগ্রহশালা তৈরির পর বহু স্কুল এখানে শিক্ষামূলক ভ্রমণে পড়ুয়াদের নিয়ে আসে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এ রাজ্যের বিধানসভার বিধায়কদেরও সেটি দেখানো হয়েছিল। এ বার রাজ্যের শিল্পপতিদের এই সংগ্রহশালায় আয়োজিত বিজয় সম্মেলনী উপলক্ষে আমন্ত্রণ জানানো হবে বলেই প্রশাসন সূত্রে খবর। এই সম্মেলনে বাংলার শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনা করা হবে। সেখানেই শিল্পপতিদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দুর্গোপুজোর পর শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানাবেন তিনি। সেখানে থাকবে বিশেষ নৈশভোজের ব্যবস্থাও৷