mamata
কলকাতা: বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ পাশাপাশি একাধিক সভা এবং প্রশাসনিক বৈঠকও সারবেন মুখ্যমন্ত্রী। অনেক দিন আগে থেকেই এই সূচি নির্ধারিত রয়েছে৷ মুখ্যমন্ত্রীর এই সফরের মাঝেই পাহাড়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১২ ডিসেম্বর, অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়িতে সভা করবে বিজেপি। ওই দিন পাহাড়ে পূর্বনির্ধারিত সভা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ এদিকে বিজেপি’র সভায় প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। সভার পাশাপাশি মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে কালো পতাকা দেখানো হবে বলেও পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের৷
আগামী ১২ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করার জন্য আজ, বুধবারই শিলিগুড়ি পুলিশের কাছে আবেদন জানাবে রাজ্য বিজেপি। তবে ওই দিন পুলিশ প্রশাসন যে তাদের সভা করার অনুমতি দেবে না, তা ধরেই রেখেছে গেরুয়া শিবির৷ সেই জন্য আদালতে যাওয়ার প্রস্তুতিও সেরে রাখছে বিরোধী দল। এক বিজেপি নেতার কথায়, “পুলিশ সভা করার অনুমতি দেবে না, এটা ধরে নিয়েই আমরা আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখছি। অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হব। কিন্তু সভা হবেই।”