লোকসভায় কয়েকটা আসন পেয়ে লম্ফঝম্প করছে বিজেপি, কটাক্ষ মমতার

করোনার জেরে ২১ জুলাইয়ের ভার্চুয়াল শহিদ স্মরণ সভা। শহিদ স্মরণ কর্মসূচিতে এদিন ভার্চুয়াল সভা থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে শোনা গেল বিজেপি-র বিরুদ্ধে তোপ। লোকসভা নির্বাচনে কয়েকটা আসন পেয়েই লম্ফঝম্প শুরু করেছে বিজেপি, এমনই মন্তব্য করলেন তিনি। এমনকী, গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলে সরাসরি জনগণকে আহ্বান করলেন বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে।

কলকাতা: করোনার জেরে ২১ জুলাইয়ের ভার্চুয়াল শহিদ স্মরণ সভা। শহিদ স্মরণ কর্মসূচিতে এদিন ভার্চুয়াল সভা থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে শোনা গেল বিজেপি-র বিরুদ্ধে তোপ। লোকসভা নির্বাচনে কয়েকটা আসন পেয়েই লম্ফঝম্প শুরু করেছে বিজেপি, এমনই মন্তব্য করলেন তিনি। এমনকী, গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলে সরাসরি জনগণকে আহ্বান করলেন বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে।

বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে ২১ জুলাই শহিদ স্মরণ সভা থেকে তৃণমূল সুপ্রিমো গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানালেন। এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগে বললেন, ‘২০১৯ সালে লোকসভা নির্বাচনে কয়েকটা আসন পেয়ে ওরা লম্ফঝম্প শুরু করেছে। আজ ২১ জুলাই আমি বাংলার মানুষকে আহ্বান করছি, ওদের বিরুদ্ধে লড়াই করুন।‘ মুখ বুজে অন্যায় সহ্য না করার আহ্বান জানান তিনি। এছাড়াও নির্বাচনের আগে টাকা দিয়ে ভোট কেনে বিজেপি, মন্তব্য তৃণমূল সুপ্রিমোর। তাই বাংলার মানুষ যাতে বিজেপি-কে ভরসা না করেন, সেই আর্জি জানালেন। সাবধান করলেন তিনি। তাঁর কথায়, ‘জনগণ সাবধান। … ভুল করে যদি ওদের ভরসা করেন, তাহলে জীবনও যাবে আর জীবিকাও যাবে।’ তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন বাংলা গড়ার কাজ চালিয়ে যাবে। এদিন তিনি বলেন, ‘এমন বাংলা গড়ে দেব, যেখানে আমার মা কাঁদবে না। আমার কৃষকরা না খেতে পেয়ে মরবে না।’

এছাড়াও নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এখন আবার দাদা ভাই সঙ্গী হয়েছে। তা দু’জনে মিলে উন্নয়ন করুন না! আমাদের সমর্থন থাকবে। কিন্তু বাংলা দখল করার কথা ভাববেন না। মনে রাখবেন, গুজরাট বাংলা শাসন করবে না। বাংলাকে বাংলাই শাসন করবে।’ শহিদ স্মরণ সভায় শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর রাজ্যের বিভিন্ন জনস্বার্থে নেওয়া পদক্ষেপেরও কথাও এদিন বলেন তিনি। প্রসঙ্গক্রমে করোনা পরিস্থিতি মোকাবিলার কথাও বলেন তিনি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *