পুরুলিয়া: ‘জনগণকে টাকা দিয়ে ভোট কেনা যায় না’, পুরুলিয়ার সভায় বিজেপির প্রতি আক্রমণাত্মক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে কটাক্ষ করলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে নাম লেখানো নেতা-মন্ত্রীদের। নাম না করে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে।
মঙ্গলবার পুরুলিয়ার হুটমুরা স্কুলের মাঠে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ কেউ দল ছেড়ে চলে যাচ্ছে। কারা চলে যাচ্ছে? আপনারা চিন্তা করবেন না ,যারা যাচ্ছে আপদ বিদেয় হচ্ছে। যারা চলে যাচ্ছে তারা দলে থাকলেই জ্বালাত।” নাম না করে তৃণমূল সুপ্রিমো এদিন প্রাক্তন তৃণমূল মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি যোগ নিয়ে কটাক্ষ করেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “রাজনীতিতে তিন ধরনের লোক থাকে। প্রথম লোভী, এদের খুব লোভ, সব খাব। দ্বিতীয় ভোগী, এরা শুধু ভাবে আমি খাব আর কেউ খাবে না। আর তৃতীয় হল ত্যাগী, যারা আসল মানুষ। যারা মাথা নত করে না।” মমতা বলেন, “ভোটের সময় দেখবেন কাউকে কাউকে টাকা দেবে ওরা। টাকা দিলে নিয়ে ভালো করে মাংস ভাত খেয়ে নেবেন। কিন্তু একটা ভোটও বিজেপিকে দেবেন না। মনে রাখবেন এ টাকা ওদের নয়। জনগণকে টাকা দিয়ে ভোট কেনা যায় না।”
বিজেপির প্রতি চরম আক্রমণাত্মক মমতা এদিন আরও বলেন, “ওরা বাড়ি বাড়ি গিয়ে বলছে, তৃণমূল চোর আছে। ভোটটা বিজেপিতে দিও। তৃণমূল তোমার জন্য কিছু করেনি।” তিনি বলেন, “শুনলাম ওরা নাকি বলছে কৃষকদের ঘরে সোনা ফলবে। সোনার বাংলা গড়ে দেওয়ার কথা বলছে নাকি! হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিতে কৃষকরা রাস্তায় বসে এক মাস ধরে আন্দোলন করছে। আগে ওদের দেখুন।” ভোটের আগে দুই জেলার সফরে গিয়ে কোনও রাখঢাক না করেই ফ্রন্টফুটে বিজেপিকে আক্রমণ করছেন তৃণমূল নেত্রী।