সামনেই পুজো, কলকাতা ছাড়ার আগে বিমানবন্দরের বিশ্ববাংলার স্টলে দুর্গামূর্তিতে রং ছোঁয়ালেন মমতা

সামনেই পুজো, কলকাতা ছাড়ার আগে বিমানবন্দরের বিশ্ববাংলার স্টলে দুর্গামূর্তিতে রং ছোঁয়ালেন মমতা

mamata

কলকাতা: রাজ্যের জন্য লগ্নি টানতে পাঁচ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের ফ্লাইট ধরেন তিনি৷ সেখান থেকে যাবেন স্পেনের মাদ্রিদ এবং বার্সালোনায়। চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, ঠিক তখনই বিদেশে যাচ্ছেন মমতা৷ তাই কলকাতা ছাড়ার আগে বিমানবন্দরে মা দুর্গার মূর্তিতে রং ছুঁইয়ে গেলেন তিনি৷ বিমানবন্দরে বিশ্ববাংলার স্টলে মা দুর্গার একটি মাটির মূর্তিতে রং করতে দেখা গেল তাঁকে।

পুজো আসতে আর মাত্র দেড় মাস বাকি৷ তার আগে মঙ্গলবার দুর্গামূর্তির কপালে লাল রং দিয়ে ত্রিনয়ন এঁকে গেলেন মমতা। শুধু চোখেই নয়, দুর্গা প্রতিমার ঠোঁটেও বুলিয়ে দেন সেই লাল রং। বিশ্ববাংলার ওই স্টলে মাটির প্রতিমাটির গায়ে কেবল শাড়িটুকুই জড়ানো ছিল। আর কোথাও কোনও রং ছিল না। মুখ্যমন্ত্রীর সেই মূর্তিটিকেই রাঙিয়ে তোলেন৷ 

এর পর বিশ্ববাংলার গোটা স্টলটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। শাড়ি এবং অন্যান্য জামাকাপড়ের সম্ভারও দেখেন। তার পর স্টলে রাখা একটি শঙ্খ হাতে তুলে নিয়ে তাতে ফুঁ-ও দেন তিনি৷ 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যে বিদেশি লগ্নি টানতেই স্পেন সফরে গিয়েছেন মমতা। যাওয়ার আগে বিমানবন্দর থেকে সাংবাদিকদের উদ্দেশে বলে যান, প্রদীপে তেল ভরতেই এই বিদেশযাত্রা। মমতার সঙ্গে বাংলার শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও স্পেনে পাড়ি দিয়েছে। রয়েছেন কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *