রাজ্যে লগ্নি টানার উদ্যোগ, সেপ্টেম্বরেই দুবাই ও স্পেনে যাচ্ছেন মমতা

রাজ্যে লগ্নি টানার উদ্যোগ, সেপ্টেম্বরেই দুবাই ও স্পেনে যাচ্ছেন মমতা

 কলকাতা: বাংলার জন্য লগ্নি টানতে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  কেন্দ্রীয় সরকার বাধ না সাধলে আগামী মাসেই দুবাই এবং স্পেন সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর আগেই বিদেশ সফর সারতে চান মুখ্যমন্ত্রী৷ তেমনটাই সূত্রের খবর।  এই মর্মে বিদেশ মন্ত্রকের কাছে ৫-৬ দিনের জন্য বিদেশ সফরের অনুমতি চাওয়া হয়েছে৷ দিল্লি সবুজ সংকেত দিলেই চূড়ান্ত করা হবে বিদেশ সফরের দিনক্ষণ৷ উল্লেখ্য, এর আগে রোম এবং বার্লিন সফরে যেতে বাধ দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে৷ সেই সময় বাংলার মুখ্যমন্ত্রীকে ছাড়পত্র দেননি  বিদেশমন্ত্রক৷ এই ঘটনাকে কেন্দ্র করে চোলপাড় হয় রাজ্য ও জাতীয় রাজনীতি৷ 

নবান্ন সূত্রে খবর, দুবাইতে অনাবাসী ভারতীয় শিল্পপতি এবং উদ্যোগপতিদের সঙ্গে দেখা করতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় যে শিল্প বান্ধব পরিবেশ এবং সুযোগ সুবিধা রয়েছে, সেটাই তাঁদের সামনে তুলে ধরা হবে। রাজ্য সরকার যে জমি এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে প্রস্তুত সে বিষয়েও আশ্বস্ত করা হবে। দুবাই ও স্পেন থেকে লগ্নি আনতে পারলে বাংলার কাছে তা মাস্টারস্ট্রোক হবে। জানা গিয়েছে, দুবাইয়ে তিনদিন থাকবেন মমতা৷ এর পর সেখান থেকে স্পেনে যাবেন। স্পেনে ৬ দিনের কর্মসূচি রয়েছে। সেখানে গিয়ে স্পেনের বণিক সভা ও শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

একুশের বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বার সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলায় বেশি করে লগ্নি আনতে চান তিনি৷ রাজ্যের শিল্পবিমুখ ভাবমূর্তি কাটাতেও বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে৷ বছর বছর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে৷ সেখানে দেশ-বিদেশের শিল্পপতি ও উদ্যোগপতিদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এখনও পর্যন্ত বাংলায় সেই অর্থে বড়সড় কোনও শিল্প আসেনি। এমতাবস্থায় বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর স্পেন ও দুবাই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২৩ সালের দুর্গাপুজোর পর নভেম্বর মাসে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগেই বিদেশ সফর সেরে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =