গঙ্গাসাগর নিয়ে তৎপর নবান্ন, প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর নিয়ে তৎপর নবান্ন, প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী

7a22c62dfa9cc0b567ec23b032205f00

কলকাতা:  গঙ্গাসাগর নিয়ে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করে দিয়েছে৷ এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে সতর্ক প্রশাসন৷ বলা হয়েছে, গঙ্গাসাগরে দুর্ঘটনা রুখতে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে৷  বিপর্যয় মোকাবিলা বাহিনী রাখার পরামর্শও দেওয়া হয়েছে৷ পাশাপাশি ১০টি অস্থায়ী দমকল কেন্দ্রও প্রস্তুত করা হচ্ছে৷ ৬ দিনে ৭০টি ট্রেন চলানো হবে৷ ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম৷ ১০৫০ সিসিটিভি-র মাধ্যমে চলবে মেলা প্রাঙ্গনের নজরদারি৷ 

আরও পড়ুন – বাড়ির উঠোনেই দেদার চলছে গাঁজার চাষ! পুলিশের জালে আটক ৩

এদিকে, ময়দানে অরটিপিসিআর টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছে৷ ৬০০ বেডের করোনা হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে৷ ১১টি কোয়ারেন্টাইন সেন্টার রাখা হচ্ছে৷ গঙ্গাসাগরে থাকবে ৫টি সেফ হোম৷ অন্যদিকে, মেলা প্রাঙ্গন পরিষ্কার রাখার জন্য ১০ হাজারের বেশি শৌচালয় করা হবে৷ গঙ্গাসাগর মেলার আয়োজনেও কোনও খামতি রাখতে নারাজ নবান্ন। আগে থেকেই জারি করা হয়েছে বিধিনিষেধ। নতুন সুবিধার কথাও ঘোষণাও করা হয়েছে। পৌষ সংক্রান্তির দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন৷ শুধু রাজ্যেরই নয়, ভিন রাজ্যের বাসিন্দারাও আসেন। আসেন সাধু, সন্ন্যাসীরা। কোভিড আবহে গঙ্গাসাগর মেলার আয়োজন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। গঙ্গাসাগরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী স্বয়ং৷ আগামীকালই তিনদিনের সফরে গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী৷ 

অন্যদিকে মেলার প্রস্তুতি এখন তুঙ্গে৷ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন প্রতিটি বিষয়ের উপর নজর রাখছে৷ গঙ্গাসাগর মেলার জন্য এবার বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ করোনা বিধি মেনে পুন্যার্থীরা যাতে পুণ্য অর্জন করতে পারেন,  সেদিকে বাড়তি নজর রাখছে প্রশাসন।

  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *