পিতৃপক্ষেই মাতৃ আরাধনা! শ্রীভূমি দিয়ে পুজো মণ্ডপের উদ্বোধনে মমতা

পিতৃপক্ষেই মাতৃ আরাধনা! শ্রীভূমি দিয়ে পুজো মণ্ডপের উদ্বোধনে মমতা

কলকাতা: পিতৃপক্ষেই ঢাকে কাঠি৷ দেবীপক্ষের আগেই উৎসবের সূচনা৷ বৃহস্পতিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নামজাদা পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীভূমি৷ এবছর তাদের মণ্ডপের থিম ভ্যাটিকান সিটি। তবে আজ উদ্বোধন হলেও এখনই মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। দেবীর দর্শন মিলবে তৃতীয়ায়৷ 

আরও পড়ুন- রেশন দোকান থেকে মদ বিক্রির ছাড়পত্র দিক কেন্দ্র, আর্জি রেশন ডিলারদের

গত বছর শ্রীভূমি স্পোর্টিংসের বুর্জ খলিফা দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়। ভিড়ের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল পুজো। তবে প্রত্যেক বছরই শ্রীভূমি নিয়ে কলকাতার মানুষের মধ্যে একটা বাড়তি উন্মাদনা থাকে। এই বছরও যে তার ব্যতিক্রম হবে না, তা স্পষ্ট। এ বছর শ্রীভূমির মণ্ডপের থিম ভ্যাটিকান সিটি। তবে ভিড় সামলাতে এবার আগাম সতর্ক শ্রীভূমির উদ্যোক্তারা। 

শ্রীভূমির পাশাপাশি মহালয়ার আগেই উদ্বোধন হয়ে যাচ্ছে কলকাতার একাধিক পুজো৷ আজ থেকেই ফিতে কাটা শুরু করলেন মুখ্যমন্ত্রী৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশাপাশিই লক্ষ্মীবারেই উদ্বোধন হবে টালা পার্ক প্রত্যয় এবং এফ ডি ব্লক। টালা প্রত্যয়ের উদ্যোক্তারা বলেন, “আজই মুখ্যমন্ত্রী আমাদের পুজো উদ্বোধন করবেন। এ বছর বাড়তি পাওনা টালা ব্রিজ। এবছর বাড়তি দর্শক আসবেন বলেই আমাদের আশা৷’’