কী ভাবে টিকা আসবে, কী ভাবেই বা হবে বণ্টন? ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

কী ভাবে টিকা আসবে, কী ভাবেই বা হবে বণ্টন? ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

কলকাতা: কৃষক নেতাদের সঙ্গে বুধবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা পরিস্থিতিতে ওই বৈঠকে উঠে আসে টিকাকরণের প্রসঙ্গও৷ মুখ্যমন্ত্রী বলেন, কোভিড থেকে কৃষক, বেকারত্ব থেকে শিল্প, সকলকে কেন্দ্রের নীতির জন্য ভুগতে হচ্ছে৷ কেন্দ্র গায়ের জোড়ে আইন প্রণয়ন করছে৷ এমনকী কোভিডের ওষুধেও জিএসটি নিচ্ছে কেন্দ্রের সরকার৷  

আরও পড়ুন- নারদ মামলায় মুখ্যমন্ত্রী-আইনমন্ত্রীর হয়ে হলফনামা দাখিলের আবেদন খারিজ হাইকোর্টে

মমতা বলেন, সরকারের ভুল নীতির জন্য বহু মানুষের মৃত্যু হয়েছে৷ এখনও টিকা কী ভাবে আসবে, কী ভাবে বিতরণ হবে, তা নিয়ে কোনও ধারণা নেই৷ বলা হচ্ছে, বেসরকারি হাসপাতালকে যে ২৫ শতাংশ টিকা দেওয়া হবে তা সরাসরি কেন্দ্র থেকে দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য একটি যৌথ বিষয়৷ সমস্ত বিষয় রাজ্যকেই কার্যকর করতে হয়৷ তাহলে কেন সরাসরি বেসরকারি ক্ষেত্রকে টিকা দেবে কেন্দ্র? রাজ্যকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে৷ 

প্রসঙ্গত, সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি জানান, ১৮ ঊর্ধ্ব সকল নাগরিককে বিনা মূল্যে টিকা দেওয়া হবে৷ এর জন্য রাজ্যগুলিকে কোনও টাকা খরচ করতে হবে না৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *