হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মমতা, নন্দীগ্রামে গাইলেন জাতীয় সঙ্গীত (ভিডিও)

হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মমতা, নন্দীগ্রামে গাইলেন জাতীয় সঙ্গীত (ভিডিও)

নন্দীগ্রাম:  ভাঙা পায়েই ভেলকি মমতার৷ জাতীয় সঙ্গীত গাইতে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি! প্রচার মঞ্চ থেকে এক পায়ে দাঁড়িয়েই গাইলেন গান৷  

আরও পড়ুন-  মুকুল রায়ের ‘প্রশংসা’ মমতার! বিজেপির দ্বন্দ্ব বাড়ানোর ছক?

মঙ্গলবার সকাল থেকেই শেষলগ্নের প্রচারে ঝড় উঠেছিল নন্দীগ্রামে৷ হুইল চেয়ারে রোড শো থেকে জনসভা সব কিছুই ভাঙা পায়ে সামলেছেন তৃণমূল সুপ্রিমো৷ শেষ বেলায় নন্দীগ্রামের টেঙ্গুয়ার জনসভায় জাতীয় সঙ্গীত গাইবার জন্য নিজের পায়ে উঠে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি৷ তাঁর ইচ্ছা শুনেই উদ্বিগ্ন গয়ে পড়েন মঞ্চে উপস্থিত সুব্রত বক্সি, জয়া দত্ত, দোলা সেনরা৷ পড়িমড়ি করে ছুটে আসেন তাঁরা৷ কিন্তু তাঁদের আশ্বস্ত করেই মমতা বলেন, ‘‘একটু চেষ্টা করি না৷’’ তার পরেই উঠে দাঁড়ান তিনি৷ এক পায়ে দাঁড়িয়েই গলা মেলান জাতীয় সঙ্গীতের সঙ্গে৷ 

প্রসঙ্গত, গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে গ্রিন করিডর করে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে৷ সেখানেই তাঁর পায়ে প্লাস্টার করা হয়৷ চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিলেও, তিনি নেমে পড়েন লড়াইয়ের ময়দানে৷ হুইল চেয়ারে বসেই জেলায় জেলায় ঘুরে প্রচারে ঝড় তোলেন তিনি৷ যদিও তাঁর পা ভাঙা নিয়ে বক্রোক্তি করতে ছাড়েননি বিরোধীরা৷ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, সবটাই নাটক৷ অন্যদিকে, বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি যে ভাব সকলকে  পা তুলে দেখাচ্ছেন তাতে শাড়ি না পরে বারমুডা পরতে পারেন৷ তাঁর এই মন্তব্যে  বিতর্কের ঝড় ওঠে৷ আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন৷ 

আরও পড়ুন- ভোট চাইতেই পারি! প্রলয়কে ফোন করার কথা স্বীকার মমতার

এদিন অবশ্য হুইলচেয়ারে বসেই টেঙ্গুয়ার জনসভায় উপস্থিত হয়েছিলেন মমতা৷ কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তিনি নিজেকে আর আটকে রাখতে পারেননি৷ সুব্রত, জয়া, দোলাদের সাহায্য নিয়ে উঠে দাঁড়ান৷ তার পর এক পায়ে ভর দিয়েই গান জাতীয় সঙ্গীত৷

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =