কবি শঙ্খ ঘোষের প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

কবি শঙ্খ ঘোষের প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

 

কলকাতা: বঙ্গ সাহিত্য জগতে নক্ষত্রপতন৷ প্রয়াত বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ৷ বয়স হয়েছিল ৯০ বছর৷ কিছু দিন আগেই করোনা আক্রন্ত হয়েছিলেন তিনি৷ ছিলেন হোম আইসোলেশনে৷ আজ সকালে বাড়িতেই মৃত্যু হয় তাঁর৷ 

আরও পড়ুন- প্রয়াত শঙ্খ ঘোষ, করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়ে কবির প্রাণ

জানা গিয়েছে শরীর অসুস্থ হলেও হাসপাতালে যাওয়ার ঘোরতর বিরোধী ছিলেন কবি৷ তাই বাড়িতেই রাখা হয়েছিল তাঁকে৷  তাঁর মৃতুতে গভীর শোক প্রকাশ করেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বালুরঘাটে সভা শুরুর আগে কবির মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি৷ মমতা বলেন, আমাদের অত্যন্ত প্রিয় কবিকে আজ আমরা হারিয়েছি৷ তিনি কবি রত্ন, সাহিত্য রত্ন শঙ্খ ঘোষ৷ কবির মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মমতা৷ তিনি বলেন, শঙ্খ ঘোষের মৃত্যুতে আমরা মর্মাহত, দুঃখিত৷ নাটক থেকে শুরু করে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি সমস্তটাই বালুরঘাটের প্রাঙ্গনে রয়েছে৷ তাঁর মৃত্যুতে এই বালুরঘাট থেকেই আমরা শোকজ্ঞাপন করছি৷ যতক্ষণ না অন্তিমযাত্রা হচ্ছে, ততক্ষণ আমরা মৌনব্রত পালন করি না৷ তাই তাঁর মৃত্যুতে আমরা শুধু শোকজ্ঞাপন করছি৷ কবির পরিবারের প্রতি আমরা সমব্যার্থী৷ তাঁদের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি৷ মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্মানের সঙ্গেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ কবি নিজে গান স্যালুট পছন্দ করতেন না৷ তাই গান স্যালুট বাদ দিয়ে বাকি সমস্ত কাজ করা হবে৷ 

পাশাপাশি মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, শঙ্খবাবুর সঙ্গে  আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত শঙ্খ ঘোষের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন- অর্জুন সিংয়ের বাড়ির সামনে রাতভর বোমামাজি, উত্তপ্ত ভাটপাড়া, নামানো হল ব়্যাফ

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কবি জয় গোস্বামী৷ তিনি বলেন, তাঁর মৃত্যুতে তরুণ প্রজন্মের কবিদের মাথার উপর থেকে বটবৃক্ষের ছায়া যেন সরে গেল৷ তিনি ছিলেন জাতির বিবেক৷ মহৎ কবির মতোই তাঁর অবস্থান৷ আমরা নিঃস্ব হয়ে গেলাম৷  তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য জগতে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − four =