বারাসত: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মতুয়া ভোটকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির, তা স্পষ্ট হয়েছিল বেশ কিছুদিন আগেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর কালে বারবার শিরোনামে উঠে এসেছে মতুয়া সম্প্রদায়। সেই আবহে এবার মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ তথা মতুয়া সংঘের প্রধান শান্তনু ঠাকুর।
চলতি মাসের শেষের দিকে ফের রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের সফরে বনগাঁয় তিনি মতুয়াদের সভায় যোগ দেবেন, তেমনটাই জানা গেছে গেরুয়া শিবির সূত্রের খবরে। অমিত শাহের সেই সভার প্রচারে এদিন বেরিয়েছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। রাজ্যে মতুয়াদের নাগরিকত্বের দাবিতে তিনি দীর্ঘ দিন ধরেই সোচ্চার হয়েছেন। সেই সূত্রে এদিন নিজের দলের উপরেও চাপ বাড়িয়েছেন মতুয়া সংঘের প্রধান। তাঁর কথায়, ‘‘মতুয়ারা কবে নাগরিকত্বের কার্ড হাতে পাবেন তা কেন্দ্র জানাক।’’
এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রী আইন কানুন জানেন না, এমনটাই দাবি করেন তিনি। সরাসরি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঠিকই। কিন্তু তিনি আইন জানেন না। মতুয়াদের তিনি ভুল বোঝাচ্ছেন। মুখ্যমন্ত্রী তো মতুয়াদের দায়িত্ব সারা জীবন নেবেন না। মতুয়ারা সাংবিধানিক স্বীকৃতি চায়।’’ বস্তুত, মতুয়াদের নাগরিকত্ব প্রদানের দাবিতে বেশ কিছু দিন ধরে দলের অন্দরেও চাপ বাড়াচ্ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সূত্রের খবর, তাঁর দাবিতেই জানুয়ারির শেষ দিকে ফের বাংলায় আসছেন অমিত শাহ। এ রাজ্যে মতুয়াদের নাগরিকত্ব প্রদানের বিষয়ে তিনি বনগাঁয় বার্তা দেবেন, এমনটাই অনুমান রাজনৈতিক মহলের।
এদিকে কেন্দ্রীয় সরকারের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) অবিলম্বে কার্যকরী করার দাবিতেও সরব হয়েছেন মতুয়া প্রধান শান্তনু ঠাকুর। বছর খানেক আগে এই আইন সংসদে পাশ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে কাজ শুরু হয় নি কেন? দলের শীর্ষ নেতাদের কাছে তিনি সেই প্রশ্ন তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়ে জানিয়েছেন অবিলম্বেই ওই আইন কার্যকর করা হবে। করোনা অতিমারীর আবহে এত বড় আইন কার্যকর করার কাজ শুরুর মতো অনুকূল পরিস্থিতি ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এখন করোনা ভ্যাকসিন বাজারে এসে গেছে, ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই সিএএ কার্যকরের কাজও শুরু হবে বলেই জানিয়েছে কেন্দ্র।