শুভেন্দুর ইস্তফা, কালীঘাটে জরুরি বৈঠক! কে পাবে নতুন মন্ত্রিত্ব?

শুভেন্দুর ইস্তফা, কালীঘাটে জরুরি বৈঠক! কে পাবে নতুন মন্ত্রিত্ব?

কলকাতা: বিতর্ক, জল্পনা, হইচই। বিগত কিছু মাস ধরে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ সমস্ত জল্পনায় জল ঢেলে আচমকা মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী৷ মন্ত্রিপদ থেকে ইস্তফা দেওয়ার পরই এবার পাল্টা প্রস্তুতি শুরু শাসকের অন্দরে৷

প্রথমে নিরাপত্তা প্রত্যাহারের পর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুরু হতে চলেছে জরুরি বৈঠক৷ আজ জীবাণুমুক্ত করার জন্য বন্ধ নবান্ন৷ মুখ্যমন্ত্রী তাঁর বাড়ি থেকে দফতরের কাজ করছেন৷ শুভেন্দুর ইস্তফার পর দলের শীর্ষ নেতাদের ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, ইতিমধ্যেই শুভেন্দুর ইস্তফা গৃহিত হয়েছে৷ শুভেন্দুর ফেলে যাওয়া গুরুত্বপূর্ণ পদ আজই বণ্টন হয়ে যাবে বলে খবর৷

জানা গিয়েছে, শুভেন্দুর ইস্তফার পর মুখ্যমন্ত্রী বাড়িতে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে৷ তৃণমূলের তরফে শীর্ষ নেতাদের মুখ্যমন্ত্রী বাড়িতে ডাকা হয়েছে বলে সূত্রের খবর৷ বৈঠকে থাকতে পারেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন৷ আর কিছুক্ষণের মধ্যেই এ বৈঠক শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে৷ শুভেন্দুর ফেলে যাওয়া দফতর আজই বণ্টন করে দেওয়া হবে বলে জানা গেছে৷ পরিবহণ দফতরের দায়িত্ব ফিরহাদ হাকিন পেতে পারেন বলে শোনা যাচ্ছে৷ রাজীব বন্দোপ্যাধ্যায়কে সেচের দায়িত্ব দেওয়া হতে পারে খবর৷ আজ বৈঠকে হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷ -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 4 =