কলকাতা: লোকসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে৷ ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও শুরু হয়ে গিয়েছে প্রচার৷ পূর্ব মেদিনীপুরে গিয়ে কারোও নাম না করেই বিজেপি-কে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘শিক্ষায় দুর্নীতি’ থেকে শুরু করে ‘মেয়েঘটিত কেস’ সব কিছুর বিরুদ্ধেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী৷ এদিন তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরে স্কুলশিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে৷ কার জন্য হয়েছে, আমিও সব খবর রাখি। কিসের বিনিময়ে চাকরি হয়েছে? তবে আমি কারও চাকরি যেতে দেব না।’’
মুখ্যমন্ত্রী আরও বলেন, “দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন গদ্দারবাবুরা, গদ্দারদের কমরেডরা, সব থেকে বেশি খেয়েছে, যখন পার্টিতে ছিল, সব থেকে বেশি নিয়েছে, আর যখন ধরা পড়বে বুঝল, তখন লঙ্কাকাণ্ড বাঁধাল।” তাঁর আরও অভিযোগ করেন, ‘‘গরিব ছেলেমেয়েদের চাকরি খেয়ে, এখন সাধুর বেশ ধরেছে।”ল
কেন্দ্রের পাঠানো টাকা কী ভাবে খরচ হয়েছে এদিন সেই খতিয়ানও দেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গদ্দারদের বন্ধু যে সাংবাদিকরা রয়েছেন, তাঁরা ভাল করে সবটা লিখবেন। আপনারা তো আবার তাঁদের দোষ দেখতে পান না। এমনকি মহিলাঘটিত কেসও চোখে পড়ে না। আমি সবটাই জানি। সব জেনে চুপ রয়েছি। টাইম হলেই বার করে দেব। কতক্ষণ চেপে রাখবেন, আমিও দেখব।”