কেউ বদমায়েশি করলে থাপ্পড় মেরে তাড়িয়ে দেব: আরামবাগ থেকে বার্তা মমতার

কেউ বদমায়েশি করলে থাপ্পড় মেরে তাড়িয়ে দেব: আরামবাগ থেকে বার্তা মমতার

আরামবাগ: রাজ্যে তিন দফা ভোট হয়ে গিয়েছে৷ আগামী ১৩ মে চতুর্থ দফা ভোট৷ ২০ মে পঞ্চম দফায় ভোট হবে আরামবাগে৷ এই কেন্দ্রে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। বদলে  প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। চব্বিশের লোকসভা ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসে। এদিকে, ২০২৪-এর লোকসভা প্রার্থী মিতালির প্রচারে একবারও দেখা যায়নি অপরূপা পোদ্দারকে৷ তাঁর দাবি, প্রার্থী কিংবা দলের জেলা নেতৃত্ব অথবা নির্বাচন কমিটি, কোনও তরফেই তাঁকে প্রচারের জন্য ডাকা হয়নি।  এই পরিস্থিতিতে বুধবার আরামবাগের সভা থেকে দলের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুর মাঠে দাঁড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের কেউ বদমায়েশি করলে আমি থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি।“ সেই সঙ্গে তিনি এও বলেন, বিজেপি বা সিপিএম-কোনও দলেই অনুশাসন নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *