উদ্বাস্তুদের উচ্ছেদ নয়, বস্তিবাসীদের পাট্টা, বড় প্রতিশ্রুতি মমতার

উদ্বাস্তুদের উচ্ছেদ নয়, বস্তিবাসীদের পাট্টা, বড় প্রতিশ্রুতি মমতার

কলকাতা:  দক্ষিণ কলকাতায় পুরভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতার বস্তি নিয়ে দিলেন বড় প্রতিশ্রুতি৷ তিনি বলেন, যাদবপুর হোক বা টালিগঞ্জ বাংলার প্রতিটি উদ্বাস্তু কলোনি থেকে উচ্ছেদ করা যাবে না৷ উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকতি দেওয়া হবে৷ এছাড়াও যতগুলি উদ্বাস্তু কলোনি আছে, সকলে আইনগত পাট্টা পাবে৷ যাঁদের ব্যক্তিগত জমি রয়েছে তাঁদের সঙ্গেও কথা বলা হচ্ছে৷ 

আরও পড়ুন- পুরভোটের আগে কর নিয়ে কলকাতাবাসীদের জন্য গুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী আরও বলেন, বহু মানুষ কেন্দ্রীয় সরকারের জমিতে বাস করেন৷  তাঁদের কাররই জমির পাট্টা নেই৷ কেন্দ্রীয় সরকার মাঝে মধ্যেই তাঁদের উচ্ছেদ করতে চায়৷ কিন্তু রাজ্য সরকার উচ্ছেদ করতে দেয় না৷ পুলিশকে বলা আছে কেন্দ্রীয় সরকার বললেও কোনও মানুষকে উচ্ছেদ করবে না৷ কেন্দ্রীয় সরকারকেও এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে৷ তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের জমিতে যে সকল উদ্বাস্তু আছে, রাজ্য সরকার তাঁদের পাট্টা দেবে৷ কেন্দ্র সেই ব্যবস্থা করে দিক৷ 

উল্লেখ্য, আজ সাংবাদিক বৈঠক করে কলকাতাবাসী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের কর সংক্রান্ত একাধিক ছাড়ের কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বস্তিবাসীদের জন্যেও প্রতিশ্রুতি দেয় গেরুয়া শিবির৷ এর পরেই জনসভায় এসে বস্তিবাসীদের পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 4 =