নির্বাচনী প্রচারে ব্যস্ত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ফের ‘এড়ালেন’ মমতা

নির্বাচনী প্রচারে ব্যস্ত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ফের ‘এড়ালেন’ মমতা

কলকাতা: লাগামছাড়া করোনা ভাইরাস সংক্রমণে আবার পুরনো আতংক ফিরে এসেছে গোটা দেশে। বিগত কয়েক দিনে সংক্রমণ এত মাত্রায় হয়েছে যেটা গত বছর দেখা যায়নি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ২৬ হাজার জন। এই প্রেক্ষিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় তিনি বৈঠক করতে পারবেন না বলে জানানো হয়েছে দলীয় সূত্রে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত রাজ্যের এই মুহূর্তে নির্বাচন চলছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকে নাও থাকতে পারেন। অবশ্যই রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে তাঁরা বৈঠকে অংশ নেবেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে না থাকলে সেই বৈঠকে অংশ নেবেন মুখ্য সচিব। তবে আপাতত জানিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত হতে পারছেন না। উল্লেখ্য, এর আগে দেশের অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ের করোনাভাইরাস নতুনভাবে দাপট দেখাতে সবে শুরু করেছিল। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজকের বৈঠকেও উপস্থিত থাকছেন না তিনি।  এ দিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন- গ্রেফতার ১৬! দিলীপের উপর হামলার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

দেখতে দেখতে পশ্চিমবঙ্গ তথা দেশের করোনাভাইরাস পরিস্থিতি আরও সঙ্গীন হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশের নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১,২৬,০০০! এর মধ্যে অ্যাক্টিভ আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে হু হু করে। একই হারে বাড়ছে দৈনিক মৃত্যুর হার। বিগত কয়েকদিনে সংক্রমণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সংক্রমণ বৃদ্ধি পেলেও মৃত্যু হার এখনো ২ শতাংশের নিচে আছে। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এখনো পর্যন্ত মহারাষ্ট্রের। যদিও কর্ণাটক থেকে শুরু করে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের অবস্থা খুব একটা ভালো নয়। আমাদের রাজ্যে সবচেয়ে আক্রান্ত ধরা পড়ছে শহর কলকাতা এবং উত্তর ২৪ পরগনায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + one =