সংঘাত বাড়িয়ে ফের কেন্দ্রীয়-বয়কট! নীতি আয়োগের বৈঠকে ‘না’ মুখ্যমন্ত্রীর!

সংঘাত বাড়িয়ে ফের কেন্দ্রীয়-বয়কট! নীতি আয়োগের বৈঠকে ‘না’ মুখ্যমন্ত্রীর!

fb43483622049f93d148e0e84057a659

কলকাতা: ফের নীতি আয়োগের বৈঠক এড়ানোর সিদ্ধান্ত চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বৈঠকের আগের দিনই এমনটা জানা গিয়েছে৷ ২০ ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে নীতি আয়োগের এই বৈঠকের আয়োজন করেছে কেন্দ্র৷ নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বৈঠকই এড়িয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লিউটেনেন্ট গভর্নর, কিছু কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারি আমলা ও আধিকারিকদের নিয়ে গঠিত হয় কেন্দ্রীয় আর্থিক পরিকল্পনা সংস্থা নীতি আয়োগের পরিচালন পরিষদ। আর প্রতিবারের মতো আগামীকালের এই বৈঠকেও সভাপতিত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রসঙ্গে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষি সহ সামগ্রিক দেশের আর্থিক পরিকাঠামো, উৎপাদন ও মানব সম্পদ উন্নয়নের বিষয়ে আলোচনা হবে বৈঠকে।

তবে এই বৈঠকে উপস্থিত নাও থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি সূত্রের। উল্লেখ্য, এর আগেও নীতি আয়োগের পরিচালন সমিতির একটি বৈঠকে যোগদান করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এবারেও সেই পুনরাবৃত্তি হতে চলেছে বলে সূত্রের খবর৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, নীতি আয়োগের পরিচালন পরিষদের কোনো আর্থিক ক্ষমতা নেই এবং এটি একটি ভিত্তিহীন ও ক্ষমতাহীন কেন্দ্রীয় সংস্থা। আর এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগকে সমর্থন করেন না বলে আগেও জানিয়েছেন।

কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নীতি আয়োগের এই ষষ্ঠতম বৈঠকে প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অংশগ্রহণ করতে চলেছে লাদাখ। পাশাপাশি আগামীকালের এই বৈঠকে জম্মু ও কাশ্মীর এই প্রথমবার অঙ্গরাজ্য হিসেবে নয়, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যোগদান করবে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয় নীতি আয়োগের এই বৈঠক, কিন্তু গতবছর করোনা অতিমারীর কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *