নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা নির্বাচন আসন্ন রাজ্যে৷ হুগলি নদীর পারে নীল বাড়ির বাড়ি দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী সব পক্ষ৷ চলছে বিশ্লেষণ৷ এই পরিস্থিতিতে শনিবার বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে পরাজিত হবেন তৃণমূূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দীর্ঘ সময় ধরে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘাঁটি৷ সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ে অর্জুনের এই মন্তব্য কার্যত চ্যালেঞ্জ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷
গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ৪৭.৬৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২৯.২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী দীপা দাশমুন্সি৷ যদিও বিজেপি ছিল তৃতীয় স্থানে৷ ১৯.১৩ শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী চন্দ্র কুমার বসু৷ এহেন একটি আসনে মুখ্যমন্ত্রীকে পরাজিত করা কার্যত একটি কঠিন চ্যালেঞ্জ বলেই রাজনৈতিক মহলের মত৷ যদিও এবার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং ভোটের হাওয়া সেই কঠিন কাজকে অনেকটাই সহজ করে দেবে বলে মনে করছেন বিজেপি নেতারা৷
গত লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ অন্যদিকে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেন অর্জুন সিংয়ের ছেলে তথা বিজেপি প্রার্থী পবন সিং৷ লোকসভা নির্বাচনে অর্জুন সিংয়ের জয়ের পর থেকেই একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া৷ রাজ্যের শাসক বিরোধী বাকযুদ্ধে বারবার শিরোনামে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ এই বিধানসভা কেন্দ্রটি৷ নির্বাচনে একে অপরের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে কেন্দ্র ও রাজ্যের শাসক দল৷ তৃণমূলের অভিযোগ অর্জুন সিং জেতার ফলে ভাটপাড়া বারে বারে উত্তপ্ত হয়েছে৷ বিজেপিকে ভোট দিলে রাজ্যের সমস্ত এলাকায় ভাটপাড়ার মতো হিংসা ছড়াবে বলে মন্তব্য করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ যদিও সেই মন্তব্য খারিজ করে দিয়ে অর্জুন সিং বলেন, ‘‘তারমানে রাজ্যের মানুষকে ভাটপাড়ার নামে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করতে গিয়েই রাজ্যে ১৮টা আসন হারিয়েছে তৃণমূল৷’’
দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ শনিবার দিল্লিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগেন অর্জুন সিং৷ তাঁর কথায়, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন আন্দোলন করেছেন?’’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি৷ ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করলে মুখ্যমন্ত্রী তাঁর ছেলে পবন সিংয়ের কাছে পরাজিত হবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন অর্জুন সিং৷ দু’দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মিহির গোস্বামী৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাবেন বলে সূত্রের খবর৷ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে ভাঙিয়ে দলে টানার কৌশল নিয়েছে বিজেপি৷ তার মধ্যেই অর্জুন সিংয়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷