পৌষেই গঙ্গাসাগর মেলা, প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সাগরদ্বীপে যাচ্ছেন মমতা

পৌষেই গঙ্গাসাগর মেলা, প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সাগরদ্বীপে যাচ্ছেন মমতা

mamata banerjee

কলকাতা: পৌষের শেষে সাগরদ্বীপে শুরু হবে গঙ্গাসাগর মেলা৷ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মেলা শুরু হচ্ছে ১২ জানুয়ারি৷ শেষ হবে ১৫ তারিখ৷ তারই প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাগরদ্বীপে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আগামী ৩ এবং ৪ জানুয়ারি গঙ্গাসাগর সফরে যাবেন মুখ্যমন্ত্রী৷ 

ফি বছরই সাগরদ্বীপে আয়োজিত গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান করতে আসেন লক্ষ লক্ষ মানুষ৷ শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দারাই নন, গঙ্গাসাগরে পুণ্য অর্জনের আশার পা রাখেন গোটা দেশের মানুষ৷ পশ্চিমবঙ্গ সরকার মেলা আয়োজনের ক্ষেত্রে কতটা আন্তরিক, সেই বিষয়টি আগত প্রত্যেক পুণ্যার্থীর কাছে তুলে ধরতে চাইছে নবান্ন। পুণ্যার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না-হয় তা নিশ্চিত করতে প্রতি বছরই নিজে গঙ্গাসাগর পরিদর্শনে যান মমতা। এ বারও তার ব্যতিক্রম হবে না৷ তবে সাগরদ্বীপে যাওয়ার আগে আগামী বুধবার বেলা ১২টায় নবান্নর সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক ডেকেছে রাজ্য সরকার৷ ওই বৈঠকে সভাপতিত্ব করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =