৭ ডিসেম্বর ‘শুভেন্দুর’ মেদিনীপুরে সভা মমতার! বিধায়কদের হাজির থাকার নির্দেশ

তাহলে কি অবশেষে শুভেন্দু অধিকারীকে পাল্টা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

0c5f159fb434aacc86336f1bfcff1da1

 

কলকাতা: তাহলে কি অবশেষে শুভেন্দু অধিকারীকে পাল্টা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পরিস্থিতি যেমন, তাতে এই প্রশ্ন উঠতেই পারে। গতকালই তৃণমূলের সঙ্গে কার্যত সব সম্পর্ক ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নিরাপত্তা ছেড়েছেন, মন্ত্রিত্ব ছেড়েছেন। শুধু দল ছাড়েননি, বিধায়ক পদে তিনি রয়ে গেছেন। এই পরিস্থিতিতে আগামীকাল অর্থাৎ রবিবার তৃণমূলের বিধায়ক শুভেন্দু অধিকারীর প্রথম সভা হতে চলেছে মহিষাদলে। এবার জানা গেল, আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুরে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এবার শুভেন্দুর সভার পাল্টা দিতে চলেছেন মমতা? 

৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যে সভার মূল স্লোগান থাকবে, ‘বাংলাকে গুজরাট বানাতে দেব না’। তবে এই সবার সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সব বিধায়কদের সেই সভায় উপস্থিত থাকার। যেখানে সভাপতিতে সেটা মূলত পশ্চিম মেদিনীপুর, তাহলে পূর্ব মেদিনীপুরের বিধায়কদের হাজির থাকার নির্দেশ কেন দিলেন তৃণমূল সুপ্রিমো তা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে।

ইতিমধ্যে আরও একটা জল্পনা দেখা দিয়েছে বাংলার রাজনৈতিক মহলের। কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু অধিকারী। সোমবার পর্যন্ত স্পিকার অফিস বন্ধ থাকায় তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কিন্তু মঙ্গলবার অফিস খোলার পরে হয়তো তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন বলে তীব্র জল্পনা সৃষ্টি হয়েছে। হয়তো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ের ইঙ্গিত পেয়ে গেছেন, সেই কারণে আগামী মাসের শুরুতেই ‘শুভেন্দুর’ মেদিনীপুরের জনসভা করতে চলেছেন তিনি। সেই কারণেই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের অর্থাৎ দুই জেলার সব বিধায়কদের সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বাঁকুড়ার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এই বাংলার তিনি একমাত্র অবজার্ভার, কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, সব খবরই তিনি রাখেন। এই কথা বলে পরোক্ষে তিনি কাকে বার্তা দিতে চেয়েছিলেন তা সকলেরই জানা। পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব পদ ছেড়ে দেওয়ায় আরও অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসকদলের। এই পরিস্থিতিতে আগামী কাদের শুভেন্দুর জনসভা এবং পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ২০২১ নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে বিরাট প্রভাব ফেলবে বলেই নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর আগামীকালের জনসভায় ঘিরে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ যে এলাকায় তিনি সভা করবেন সেই মহিষাদলের বিভিন্ন জায়গায় শিবসেনার পতাকা উড়তে দেখা যাচ্ছে। মন্ত্রিত্ব ছাড়ার কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলের ব্যানার এবং পতাকা ছাড়া জনসভা করেছেন শুভেন্দু। এবার তার জনসভার এলাকায় শিবসেনার পতাকা দেখে আশ্চর্য হচ্ছেন অনেকেই। তবে বিজেপি ছেড়ে শিবসেনার পথে শুভেন্দু? এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সব প্রশ্নের উত্তর রয়েছে একজনের কাছে। তিনি শুভেন্দু অধিকারী। -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *