mamata banerjee
কলকাতা: ভিআইপি ব্যক্তিদের জন্য যেন রাস্তা অবরোধ না হয়৷ সোমবার আলিপুর বডিগার্ড লাইনের পুজোর উদ্বোধনে এ কথা স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, পাইলট নিয়ে ঠাকুর দেখতে বেরনো ভিআইপিদের জন্য রাস্তা বন্ধ করা যাবে না।
এদিন বডিগার্ড লাইনের পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েলও। মুখ্যমন্ত্রীর কথা শোনার পরই কলকাতার নগরপাল মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন, পুজোর সময় যান চলাচল নিয়ন্ত্রণ থেকে সামগ্রিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, “কোনও কোনও নেতা-নেত্রীরা এই সময় পাইলট লাগিয়ে, যদি পুজো দেখতে যায়, তাতে আমার আপত্তি নেই। কিন্তু এর জন্য যেন রাস্তা বন্ধ না হয়। যান চলাচল যেন স্বাভাবিক থাকে।”
ভিআইপি-দের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “ভিআইপিরা আসুন, ঠাকুর দেখুন। কিন্তু সাধারণ মানুষ যেভাবে যান, সেভাবে আপনারাও যান। এই বিষয়টা মাথায় রাখবেন। কোনওরকম বিশেষ কেয়ার যেন না হয়। কেউ যেন রাস্তা বন্ধ করে দেবেন না। আমি যদি দেখি কোথাও রাস্তা বন্ধ হচ্ছে, তাহলে কিন্তু অ্যাকশন নেব।” এদিন গঙ্গাসাগরের মেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আমি পুজোর সময় কাউকে বিরক্ত করি না। গঙ্গাসাগরেও আমি ওই সময়ে কোনও ভিআইপিকে যেতে দিই না।’’