হাওড়া: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ার আমতায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ খারাপ আবহাওয়ার জন্য আকাশ পথে সফর বাতিল করা হয় তাঁর৷ বৃষ্টির জন্য হ্যালিপ্যাড জলমগ্ন থাকায় সড়ক পথেই প্লাবিত এলাকা পরিদর্শন করেন মমতা৷ নিজে হাঁটু জলে দাঁড়িয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললেন তিনি৷
মুখ্যমন্ত্রী বলেন, আবহাওয়া এখনও স্বাভাবিক নয়৷ সকলে সতর্ক থাকবেন৷ উল্লেখ্য, উদয় নারায়নপুর যাওয়ার পথেই পড়ে আমতা৷ কিন্তু সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় এগোতে পারেনি৷ সামনেই গলা সমান জল৷ সমস্যার মধ্যে পড়েছে কয়েক হাজার পরিবার৷ আমতার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি সেখানকার ত্রাণ শিবিরেও যান৷ সেখানে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য সরকার তাঁদের পাশে আছে বলেও আশ্বাস দেন৷ দুর্গতদের উদ্ধারে এনডিআরএফ-এর সাহায্য নেওয়া হয়েছে বলেও জানান মমতা৷ প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্যে কপ্টারে করেও উদ্ধার করা হচ্ছে৷ বৃষ্টির উপর ডিভিসি থেকে জল ছাড়ার জন্যই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷
অন্যদিকে ঘাটালে বন্যা পরিস্থিত খতিয়ে দেখতে গিয়েছেন সাংসদ দেব৷ তিনি বলেন, যাঁরা সোনার বাংলা গড়ব বলে সুর চড়িয়েছিলেন, ভোটের পর তাঁদের আর কাউকে দেখা যাচ্ছে না৷ দিদি যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে না৷ এতবার বলার পরে, চিঠি দেওয়ার পরেও কেন্দ্রের ঘুম ভাঙেনি৷ শুধু ভোটের সময় বড় বড় কথা বলে চলে যাওয়াটা দুঃখজনক৷ ওঁনারা ভোটের রাজনীতি বোঝেন৷ তাঁর কথায়, মানুষের জন্য খুব কম দলই কাজ করে৷