mamata banerjee
কলকাতা: চোখে ফের সংক্রমণ৷ দীর্ঘক্ষণ কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণেই ভয়াবহ সংক্রমণের শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সূত্রে খবর, অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি৷ আপাতত বাড়িতে বিশ্রামেই রয়েছেন সাংসদ৷ দলের তরফে এই বিষয়ে কিছু জানানো না হলেও দলের মুখপাত্র ‘জাগো বাংলা’য় এই খবর প্রকাশিত হয়েছে৷
বুধবার ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিন৷ সেই উপলক্ষে সারাদিনই ধনধান্য অডিটোরিয়ামে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের অসুস্থতা নিয়ে উদ্বিগ্নেই ছিলেন। ফোনে বেশ কয়েকবার কথাও বলেন৷ সম্মেলন শেষে সন্ধ্যায় সরাসরি অভিষেকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী।
গত অগাস্ট মাসে চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন অভিষেক। সেখানে চিকিৎসকের সঙ্গে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ফের চোখে সংক্রমণ দেখা দিয়েছে৷ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে থাকাকালীনই অভিষেকের চোখের সমস্যার খবর পান মুখ্যমন্ত্রী৷ সম্মেলন শেষ হতেই তিনি অভিষেকের সঙ্গে দেখা করতে যান৷