‘ভাঙা’ পা দোলাচ্ছেন মমতা! ‘প্রমাণ’ দিয়ে ব্যঙ্গ বিজেপির, পাল্টা দিল তৃণমূল

‘ভাঙা’ পা দোলাচ্ছেন মমতা! ‘প্রমাণ’ দিয়ে ব্যঙ্গ বিজেপির, পাল্টা দিল তৃণমূল

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের সবচেয়ে উত্তেজনামূলক ভোট পর্ব শেষ হয়ে গিয়েছে। গত ১ এপ্রিল নন্দীগ্রামের ভোটপর্ব শেষ হতেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শিবিরে ভিন্ন তৎপরতা দেখা গিয়েছে। পদ্ম শিবির কার্যত খোশমেজাজে রয়েছে, এদিকে তৃণমূল কংগ্রেস এখনো হিসেব-নিকেশে ব্যস্ত। এরই মাঝে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল করেছে বিজেপি শিবির, দাবি করা হয়েছে, ওই ভিডিওতে ‘ভাঙা’ পা দোলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়! এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিজেপির এই দাবির পাল্টে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বলা হয়েছে, বিজেপির এমনিতেই সব জোচ্চুরি। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল।

বিজেপি নেতা প্রণয় রায় তাঁর ফেসবুক পোস্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিও ভাইরাল করেছেন। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ”আমি জ্যোতিষী নই। কিন্তু একাধিক টিভি চ্যানেল এ অনেক আগেই আমি বলেছিলাম নন্দীগ্রামের ভোট হয়ে গেলেই পা ঠিক হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ছবিটি। উনার দ্রুত আরোগ্য কামনা করি। একটাই অনুরোধ যারা নিজেদের যোগ্যতায় পুলিশের চাকরি পেয়েছে তাদের অন্তত wheel chair ঠেলিয়ে কষ্ট দেবেন না। আমার পরিচিত অনেক বন্ধু পুলিশে চাকরি করে। খারাপ লাগে যখন দেখি শিক্ষিত হয়েও কেবলমাত্র চাকরি রক্ষার কারণে মুখ বুজে অপমান সহ্য করতে হয়।” এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আবারো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে রাজ্যে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে এটি তৃণমূলের কোন এক কার্যালয়। যিনি ভিডিও করেছেন তিনি খুব সন্তর্পনে করেছেন এবং টেবিলের তলা থেকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাঙা’ পা। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে, বাঁ পায়ের যেখানে ভাঙা নয় সেখানে পা রেখেছেন মমতা। রক্ত সঞ্চালনের জন্য পা অল্পবিস্তর নাড়াতে হয়, বিজেপি সম্পূর্ণরূপে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভিডিও ভাইরাল করছে বলে দাবি করেছে তারা। 

এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, বিজেপির সকলের নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের দিকে রয়েছে! যেভাবে ভিডিও ভাইরাল করে কুৎসা করা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। কুণালের ব্যাখ্যা, পায়ের যে জায়গায় চোট নেই সেখানে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও ভাইরাল করে ইচ্ছে করে কুৎসা রটানোর চেষ্টা করছে বিজেপি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =