স্পেনের বিমান ধরতে দুবাইয়ে মেট্রো চড়লেন মমতা

স্পেনের বিমান ধরতে দুবাইয়ে মেট্রো চড়লেন মমতা

 দুবাই: শিল্পে লগ্নি টানতে এগারো দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সফরের প্রথম দিনে দুবাই পৌঁছন তিনি৷ সেখান থেকে আজ বুধবার স্পেনের উদ্দেশে রওনা দেবেন তিনি। স্পেনের যাওয়ার বিমানধরতে দুবাইয়ের মেট্রোয় চড়লেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি।

বিদেশ যাওয়ার আগে নিজের সফরসূচি সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।কলকাতা থেকে প্রথমে দুবাই৷ তার স্পেনে যাবেন তিনি৷  স্পেনের দুটি শহরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী৷ যেখানে বিজনেস মিট করবেন তিনি৷ তবে মঙ্গলবার দুবাই থেকে স্পেনে যাওয়ার কোনও বিমান না থাকায় তাঁদের সেখানে একদিন থাকতে হবে বলে জানিয়েছিলেন মমতা৷ নির্ধারিত সূচি মেনে বুধবার সকালে বিমান ধরার জন্য রওনা দেন তিনি। তবে কোনও গাড়িতে নয়, সোজা গিয়ে ওঠেন মেট্রোয়৷ তাতে চেপেই বিমানবন্দরে যান মুখ্যমন্ত্রী।

এদিকে, বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের৷ তিনি যখন লাউঞ্জে ছিলেন, তখনই তাঁর সঙ্গে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। তাঁদের সেই সাক্ষাতের কথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স–হ্যান্ডেল থেকে ছবিও শেয়ার করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে কী কী কথা হয়েছে, সে বিষয়েও জানান মমতা। মুখ্যমন্ত্রী তাঁকে নিজের হাতে আঁকা একটি ছবিও উপহার দেন।

এদিন বিক্রমসিঙ্ঘে আচমকাই মমতাকে বলেন, ‘‘আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?’’ মমতা বলেন, ‘‘হ্যাঁ, অবশ্যই।’’ এর পরেই তাঁর প্রশ্ন, ‘‘আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?’’ প্রতিবেশী দেশের প্রেসিডেন্টের কাথ থেকে এমন প্রশ্ন শুনে হতবাক মমতার। উত্তরে ‘ওহ্‌ মাই গড’ বলে হেসে ফেলেন তিনি৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলায় আসার আমন্ত্রণও জানান মুখ্যমন্ত্রী।

এদিকে, আজ, অর্থাৎ বুধবারই দুবাই থেকে মাদ্রিদে পৌঁছবেন মমতা। সেখানে বেশ কয়েকটি শিল্প সম্মলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তিনদিন মাদ্রিদ সফরের পর ট্রেনে চেপে পৌঁছবেন বার্সিলোনা। সেখানে ২ দিন থাকবেন মুখ্যমন্ত্রী। স্পেন সফর সেরে ফের দুবাই ফিরবেন তিনি। এর পর মরু দেশে এসে একটি শিল্প সম্মলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + ten =