কলকাতা: গত কয়েক সপ্তাহে জ্বালানি তেলের দাম দেশ জুড়ে যে অস্বাভাবিক হারে বেড়েছে , তাতে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। দিনের পর দিন লাগাতার এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে অবশ্য আন্তর্জাতিক বাজারকেই দুষেছে কেন্দ্র সরকার। তবে কেন্দ্র প্রযুক্ত করের দিকেও অভিযোগের আঙুল তুলেছে বিরোধী দলগুলি। এই আবহেই এবার ভোট পূর্ববর্তী বাংলায় পেট্রোল ডিজেলের দামকে হাতিয়ার করে কেন্দ্র বিরোধী প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- তৃণমূলে যোগ একঝাঁক তারকার! কারা তাঁরা? রইল মেগা যোগদানের খুঁটিনাটি
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। কিন্তু এবার এই সূত্রেই এক অভিনব প্রতিবাদে সামিল হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ব্যাটারি চালিত স্কুটিতে চেপে নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। যদিও এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কিংবা দলের তরফে কোনো আগাম কর্মসূচির ঘোষণা করা হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রের খবরে এই ইঙ্গিত মিলেছে।
জানা গেছে, কেন্দ্রের বিরুদ্ধে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে হাজরা মোড় থেকে স্কুটিতে চাপতে চলেছেন মুখ্যমন্ত্রী। রোজকার মতোই তাঁর গন্তব্য হবে নবান্ন। এর আগেও মূল্যবৃদ্ধিকে বিজেপি বিরোধিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা গেছে তৃণমূল সুপ্রিমোকে। ভোটমুখী বাংলায় একাধিক নির্বাচনী সভা মঞ্চ থেকেই তিনি এর বিরুদ্ধে সরব হয়েছেন। শুধু তাই নয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মীদের রাস্তায় নামার নির্দেশও দিয়েছেন তিনি। সূত্রের খবর, এবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও।
আরও পড়ুন- স্বাস্থ্যসাথীর রোগী ফেরালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি!
উল্লেখ্য, দিনের পর দিন যখন একটানা পেট্রোপণ্যের দাম বাড়ছে, তখন এর উপর থেকে সেস কমিয়ে রাজ্যে পেট্রোল ডিজেলে লিটার প্রতি ১ টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বিচার করলে এই ঘটনাপ্রবাহ আলাদা তাৎপর্য বহন করে।