পুজোর আগে ‘বসতি’র ‘উত্তরণ’, নয়া নাম দিলেন মুখ্যমন্ত্রী

পুজোর আগে ‘বসতি’র ‘উত্তরণ’, নয়া নাম দিলেন মুখ্যমন্ত্রী

mamata banerjee

কলকাতা:  মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগে  বদলে গেল ‘বসতি’র নাম৷ কলকাতা পুরসভার খাতায় আর থাকবে না বসতি কথার উল্লেখ! তার বদলে এবার থেকে ব্যসবহৃত হবে ‘উত্তরণ’ শব্দবন্ধ। মঙ্গলবার, তৃতীয়ার বিকেলে পুজোর ভার্চুয়াল উদ্বোধনে এসে এমনই নির্দেশ দেন মুখ্যতমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

 

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তিনি সাফ বলেন, ‘‘বসতি আর বলবে না। ওদের মধ্যে যে প্রাণ আছে, যে ভালবাসা আছে, তা অনেকের মধ্যেই নেই। বসতি কথাটা তুলে দাও।’’ সেই সঙ্গে নতুন নামকরণও করেন তিনি৷ বসতির বদলে ‘উত্তরণ’ শব্দটি ব্যবহার করতে বলেন মুখ্যমন্ত্রী।

হাঁটুতে ব্যথার জন্য এবার আর সশরীরে মণ্ডপে গিয়ে পুজোর উদ্বোধন করতে পারেননি মুখ্যমন্ত্রী৷ কালীঘাটের বাড়ি থেকেই ভর্চুয়ালি উদ্বোধন করছেন৷ তৃতীয়ার বিকেলেও শহরের বারোটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মমতা। উপস্থিত  ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিকে পুজোর তালিকায় ছিল আলিপুরের ‘আমরা সকল পল্লি সমিতি’-ও। এই বসতির বাসিন্দারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের কট্টর সমর্থক, সে কথা প্রকাশ্যেই স্বীকার করেন কলকাতার মেয়র। এখানকার পুজোর সঙ্গে মুখ‌্যমন্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক। পুরনো স্থানীয় বাসিন্দাদের প্রায় সকলের সঙ্গেই পরিচয় রয়েছে তাঁর৷ এদিন ফিরহাদ হাকিমের কাছে মুখ‌্যমন্ত্রী জানতে চান, ওই এলাকার সকলে ঠিকা-স্বত্ব পেয়ে গিয়েছেন কি না। মেয়র বলেন, ‘‘হ্যাঁ, সকলেই পেয়ে গিয়েছেন।’’ 

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, “ঠিকা-স্বত্ব যখন পেয়ে গিয়েছে, তখন এটা নিজেদের জায়গা। তাই এটাকে আর বসতি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বসতি বলে কিছু হয় না। বসতি কথাটা তুলে দাও। প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।” 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *