মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর গড়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমাবেশকে ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। সদ্য মন্ত্রিত্ব ছাড়া শুভেন্দু অধিকারীর বিরোধিতায় আজ মুখ্যমন্ত্রী আদৌ কিছু বলবেন কিনা তা নিয়ে জল্পনা আছেই। সেই জল্পনার আবহেই মঞ্চে উঠে বক্তৃতা রাখতে গিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করলেন তিনি। সর্বপ্রথম দেশজুড়ে চলা কৃষি আন্দোলনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জানালেন, কৃষক আন্দোলনকে তিনি সমর্থন করেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা যে আন্দোলন করছে তার পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস।
এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস কৃষকদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই কৃষি বিল একেবারে বেআইনি, কার বিরুদ্ধে কৃষকরা যে আন্দোলন করছেন তা সম্পূর্ণ সমর্থন যোগ্য, কিন্তু কোনোরকম ধর্মঘট তিনি সমর্থন করেন না। এক্ষেত্রে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, হয় কৃষি বিল প্রত্যাহার করতে হবে না হলে ক্ষমতা ছাড়তে হবে। কারণ চাষীদের অধিকার সম্পূর্ণরূপে কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার, এর বিরুদ্ধে আন্দোলনকারী থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের ওপরে রাখা নবান্নের জন্য কাটা ধান হাতে তুলে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন, কৃষি বিল বেআইনি বিল, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে তিনি পূর্ণ সমর্থন করছেন। একইসঙ্গে জানিয়ে দেন, কাল থেকে ব্লকে ব্লকে কৃষকদের সমর্থনে সভা হবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আলু, পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। তাদের অধিকার সম্পূর্ণ কেড়ে নিয়েছে কেন্দ্র। নতুন কৃষি বিল এনে দেশজুড়ে কৃষকদের বঞ্চিত করা হচ্ছে। এক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএমকেও আক্রমণ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এক হয়ে গেছে, বাংলা ভালো আছে তাই ওদের হিংসে হচ্ছে। কিন্তু এই দলের মধ্যেও যারা বিজেপিকে সমর্থন করছে না তাদের তিনি স্যালুট জানিয়েছেন। একইসঙ্গে এই তিন দলকে কঙ্ক-বঙ্কা-সঙ্কা বলেন মমতা।