ট্রেনে, বাসে, ভিড়ের মধ্যে মাস্ক পরুন, কোভিড নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

ট্রেনে, বাসে, ভিড়ের মধ্যে মাস্ক পরুন, কোভিড নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

mamata banerjee

কলকাতা: চোখ রাঙাচ্ছে কোভিডের নতুন স্ট্রেন৷ কেরলে লাফিয়ে বাড়ছে নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা৷ এবার করোনার বাড়বাড়ন্ত নিয়ে রাজ্যের মানুষকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন। বাইরে থেকে বহু মানুষ এ রাজ্যে আসেন। আমেরিকার একটি স্ট্রেন ছড়াচ্ছে। তাই বলছি ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে, সাবধান হল৷ মাস্ক পরুন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘প্রাইভেট নার্সিংহোমগুলোকে আমি একটু সতর্ক করতে চাইছি। তারা যেন আইসিসিই-গুলোকে যথাসম্ভব সংক্রমণ মুক্ত রাখার ব্যবস্থা করেন। একটু সতর্ক থাকতে হবে, কারণ নতুন করে আবারও কিছু কিছু জায়গায় কোভিডের নতুন ভার্সন দেখা যাচ্ছে।’’ সতর্ক থাকার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি শুধু সাবধান থাকতে বলছি। কারণ, অতীতে দেখা গিয়েছে যাঁদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম, যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের কোভিড সংক্রমণের ঝুঁকি থাকছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *