হাইভোল্টেজ নন্দীগ্রামে টক্কর! মেগা রোড শো করে মনোনয়ন জমা দিলেন মমতা

হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে BDO অফিস পর্যন্ত রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়

হলদিয়া: একুশের বিধানসভা নির্বাচনের আগে হাইভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে নন্দীগ্রাম। ২০১১ সালে যে কেন্দ্রের ঘটনাপ্রবাহকে হাতিয়ার করে বাংলার মসনদে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেখান থেকেই ভোট প্রার্থী হয়েছেন তিনি৷ আবার উল্টোদিকে তাঁর বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে এবার লড়াইয়ে নামছেন তাঁরই একসময়ের দোর্দণ্ডপ্রতাপ সেনাপতি শুভেন্দু অধিকারী। এমতাবস্থায়, আজ রোড শোয়ের মাধ্যমে ভোটের জন্য মনোনয়ন পত্র জমা দিতে মহকুমা শাসকের দফতরে হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ জমা দেন মনোনয়ন৷

হলদিয়ায় মঞ্জুশ্রী মোড় থেকে SDO দফতর পর্যন্ত আজ মেগা রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোড শোয়ের মাধ্যমেই তিনি নিজের মনোনয়ন পত্র জমা দিতে যান। জানা গিয়েছে, মঞ্জুশ্রী মোড় থেকে মহকুমা শাসকের দফতর প্রায় ১ কিলোমিটার দূরত্বে অবস্থিত৷ এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় দলনেত্রীর সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুব্রত বক্সী। ইতিমধ্যে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছেন বলেই খবর মিলেছে৷

বস্তুত, নন্দীগ্রামে প্রার্থী হয়ে জনসংযোগ বৃদ্ধির দিকে নজর দিয়েছেন তৃণমূল নেত্রী৷ বিশেষত এবার তাঁর লড়াই নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে৷ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে বহিরাগত বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী৷ ফলে এই তকমা সরাতেই এখন মরিয়া শাসকদল৷ গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকা প্রচার চালানোর পর অবশেষে নন্দীগ্রামে নিজের কেন্দ্রে প্রচারের জন্য পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল সেখানে জনসভার আয়োজনও করা হয়েছিল৷

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ভোট ইস্তেহার পেশ করার কথা রয়েছে। সেই অনুযায়ী আজ মনোনয়ন জমা দিয়ে কলকাতাতেই ফিরে আসার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু ঘাসফুল সূত্রের খবর, এখনই কলকাতায় ফিরছেন না তিনি। জনসংযোগ বাড়ানোর জন্য আজ ফের নন্দীগ্রামেই ফিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ২ নং ব্লকে আজ তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 15 =