নন্দীগ্রাম: বুথ পরিদর্শনে বেরিয়ে ছাপ্পা ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে নন্দীগ্রামে বহিরাগতরা ভোট দিতে দিচ্ছে না এবং তাদের আশ্রয় দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি এও অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনকে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি কারণ তারা কোনো পদক্ষেপ করেননি। সেই প্রেক্ষিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে অভিযোগ জানিয়েছেন মমতা। তবে এই পরিস্থিতির মধ্যে নন্দীগ্রামের বয়ালের সাত নম্বর বুকে এখনো রয়ে গিয়েছেন তিনি। তাঁকে উদ্ধারে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী।
বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরিদর্শনে বেরোনোর পর তাঁকে সামনে পেয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেয় ভোটাররা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলা হয় যে তারা তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের ভয় দেখাচ্ছে এবং ভোট দিতে যেতে দিচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষে উত্তাল হয় বয়াল। সাত নম্বর বুথ পরিদর্শনে এসে সেখানেই আটকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে বিজেপির তরফ থেকে মন্তব্য করা হয়, ৮০ শতাংশ বুথে ভোট হয়ে যাওয়ার পর তিনি পরিদর্শনে বেরিয়েছেন। ওদিকে ছাপ্পা ভোটের যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা সম্পূর্ণরূপে নস্যাৎ করে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে মমতা মন্তব্য করেছেন, বহিরাগতদের আশ্রয় দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী! বারবার বলা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং একাধিকবার নির্বাচন কমিশনকে বলার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই তিনি ৬৩ টি অভিযোগ পেয়েছেন। এই প্রেক্ষিতে তাঁর বিস্ফোরক অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এমনটা করা হচ্ছে।