‘এনেক দিয়েছি, এখন টাকা বাঁচাতে পালিয়েছে গদ্দাররা’, অধিকারী দুর্গে আক্রমণ মমতার

“বাপ-বেটা গদ্দারদের জ্যাঠা”, মন্তব্য তৃণমূল নেত্রীর

নারায়ণগড়: একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবদলের কালো মেঘে বিপর্যস্ত হয়েছিল শাসক শিবির। আর দলবদলের হিরিকে কাণ্ডারি হয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সৈনিক শুভেন্দু অধিকারী স্বয়ং। মাস তিনেক আগে বিজেপিতে নাম লেখানোর পর থেকে তাঁর বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন সেই ‘বিশ্বাসঘাতক মীরজাফর’-এর উদ্দেশ্যে আরো একবার সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টাকা বাঁচাতেই দল পরিবর্তন করে বিজেপির দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী, এদিন নারায়ণগড়ের দলীয় জনসভা থেকে এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই তিনি বলেন, “হাজার হাজার কোটি টাকা যখন কারোর হয়ে যায়, তখন সে টাকা রক্ষা করতেই অন্য দলে যায়। কিন্তু এটা বোঝে না , কাল মরে গেলে টাকা গুলো কে খাবে।”

শুভেন্দু অধিকারীর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীও দিন দুয়েক আগে ছেলের পথানুসরণ করে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এদিন বাবা ছেলে দুজনকেই একযোগে আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “বাপ – বেটা গদ্দারের জ্যাঠা।” মেদিনীপুর এলাকায় বিশেষত নন্দীগ্রামে সমস্ত কাজই তৃণমূল করে দিয়েছে, আর এখন তা ভাঙিয়েই নিজের নামে দেওয়াল লিখেছেন শুভেন্দু, এদিন নারায়ণগড় থেকে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নন্দীগ্রাম থেকেই এবছর ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী। উল্টোদিকে তাঁর প্রতিপক্ষ পুরোনো সৈনিক গেরুয়া নেতা শুভেন্দু অধিকারী। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ পাঁচ জেলায় ৩০ আসনে চলছে ভোট গ্রহণ পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *