‘তুমিও তো মুসলিম টুপি পরে ঘুরতে’, তোষণ প্রসঙ্গে শুভেন্দুকে পাল্টা মমতার

নন্দীগ্রামের সভা থেকে প্রাক্তন সৈনিককে তীব্র আক্রমণ করলেন মমতা

নন্দীগ্রাম: প্রথম দফার ভোট শেষেই শুরু হয়ে গেছে একুশের নির্বাচনের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্রকে ঘিরে ভোট তরজা। দিল্লি থেকে অমিত শাহ কিংবা নন্দীগ্রামে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের মুখেই শোনা যাচ্ছে এই একটি কেন্দ্রের কথা। আজ দোলপূর্ণিমার দিন নন্দীগ্রামে নিজের কেন্দ্রে গিয়ে বসন্ত উৎসব পালন করেছেন তৃণমূল নেত্রী। আর সেই মঞ্চ থেকেই বিজেপি ্র বিরুদ্ধে বাড়িয়েছেন আক্রমণের ঝাঁঝ।

গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমাগত মুসলমান তোষণের অভিযোগ তুলছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন সেই সমস্ত অভিযোগেরই কড়া জবাব দিলেন তাঁর প্রাক্তন দলনেত্রী। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীও মুসলিম সমাজের মন জুগিয়ে চলতেন, এদিন সভা মঞ্চ থেকে এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আজ তুমি হিন্দু মুসলমান করছো? কেন বাবা, কদিন আগে তুমি মুসলিমদের টুপি পড়ে ঘুরে বেড়াও নি? তখন মুসলিমরা তোমার শত্রু ছিল না?”

এখানেই থামেননি তৃণমূল সুপ্রিমো। নাম না করেই শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, “আজ তুমি রাতারাতি গেরুয়া সেজে গেলে। মুসলিমরা এখন তোমার শত্রু হয়ে গেল। তার মানে তুমি দু-নম্বরি। পিছনে একটা সামনে একটা।” তাঁর দল মুখে যা বলে কাজেও তাই করে দেখায় বলেও এদিন দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গতকালই শুভেন্দু অধিকারী প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে তুলেছিলেন মুসলিম তোষণের অভিযোগ। তিনি বলেছিলেন, মুসলমানরা না চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে প্রতি বছর ঈদের দিন নামাজ পড়েন। মুসলমানদের ভোট বাক্সকে প্রভাবিত করার জন্যেই এই কাজ করেন তিনি। আজও দলীয় সভা থেকে অনুরূপ আক্রমণ করেছেন গেরুয়া নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *