‘শাঁখা-পলার মাহাত্ম্য জানেন?’ ‘মঙ্গলসূত্র’ বিতর্কে মোদীকে তোপ মমতার

‘শাঁখা-পলার মাহাত্ম্য জানেন?’ ‘মঙ্গলসূত্র’ বিতর্কে মোদীকে তোপ মমতার

imagesmissing

কলকাতা: ভোট ময়দানের উত্তাপ বাড়িয়ে চলেছে নেতা-মন্ত্রীদের বাক্যবাণ। কেউ কাউকে এক চুল জমিও ছাড়তে নারাজ৷ এবার প্রধানমন্ত্রীর এক বিতর্কিত মন্তব্যের পালটা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলসূত্র মন্তব্যে মমতার প্রশ্ন, ”শাঁখা-পলার মাহাত্ম্য জানেন? ওসব কী জানেন?”

রাজস্থানের এক সভায় মোদী বলেন, ‘‘কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছিল, দেশের সম্পদে অধিকার শুধু মুসিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।”

রবিবার মালদহ দক্ষিণের সুজাপুরের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের হয়ে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘‘শাঁখা-পলা কী আদৌ জানেন? এসব বাদ দেওয়ার কথা বলছেন? এসবের মাহাত্ম্য জানেন? উনি যেটা বলেছেন, আমি সেটা উচ্চারণও করতে চাই না। আমি বিশ্বাসও করি না। কিন্তু আমি যতদিন থাকব, ততদিন ঐক্য, শান্তি প্রতিষ্ঠা করার কাজ করব৷ আমার কাছে সতী-সাবিত্রী-সীতা আর জাহানারা-রোশেনারার মধ্যে কোনও পার্থক্য নেই।”

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *