mamata banerjee
কলকাতা: বাঁকুড়ার সভা থেকে বুধবারচেনা ভঙ্গিতেই বিজেপিকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তুলে ধরলেন তৃণমূল সরকারের কাজের খতিয়ান৷ রাজ্যের শাসক দল কী ভাবে গবির মানুষের জন্য কাজ করেছে, সে কথা স্পষ্ট করেন তিনি৷ তবে সেই কাজে কেন্দ্র বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ তাঁর৷ এদিন সরাসরি সন্দেশখালির নাম না দিলেও সিঙ্গুর, নন্দীগ্রামের সঙ্গে কোনও জায়গার তুলনা হয় না বলেও উল্লেখ করেন মমতা৷
এর পর সুর চড়িয়ে তৃণমূল নেত্রী বলেন,‘‘যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে, খুলব তাদের ভান্ডার? ভান্ডারে কিন্তু অনেক কিছুই আছে। আমি ভান্ডার খুললে বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা ঠিক। আমি জ্ঞানত কোনও ভুলকে প্রশ্রয় দিইনি৷ যখন জানতে পারি সবরকম সাহায্য করি।