নন্দীগ্রাম: ভোটের আগে নন্দীগ্রামের তৃণমূল কর্মীদের গ্রেফতারির আশঙ্কা নিয়ে জারি তরজা। দলীয় কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনে এবার গর্জে উঠলেন স্বয়ং দলনেত্রী। বিজেপির বিরুদ্ধে চরম আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি নন্দীগ্রামের জমি আন্দোলন পর্বের মামলা পুনর্বহালের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। আর তার জেরেই তৈরি হয়েছে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা কর্মীর গ্রেফতারির আশঙ্কা। এমনকি সেই তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানও। এমতাবস্থায় গোটা ঘটনাকে বিজেপির চক্রান্ত বলেই দাবি করেছে তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে ধর্না দেওয়ার হুমকিও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন ভোটের আগে সরকারি আধিকারিকদের এভাবে হেনস্থা করা হচ্ছে? কেনই বা প্রত্যাহার করে নেওয়া মামলা পুনর্বহালের নির্দেশ দিয়েছে আদালত? এদিন দলীয় জনসভা থেকে এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কমিশনের কাজে নাক গলাচ্ছেন অমিত শাহ। আমি এটা হতে দেব না। প্রয়োজনে ভাঙা পা নিয়েই কমিশনে ধর্নায় বসবো।” তৃণমূল নেত্রীর হুঁশিয়ারিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, কিছুদিন আগেই নন্দীগ্রাম থেকে ঘাসফুল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর পায়ে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে হুইলচেয়ারে করেই জেলা সফরে বেরিয়েছেন তিনি। গত জুন মাসে নন্দীগ্রাম মামলা প্রত্যাহার করে নেওয়া হলে অনেক তৃণমূল নেতাই বিনা জামিনে মুক্তি পেয়েছিলেন। ওই মামলা পুনর্বহালের নির্দেশ আসার পর ফের তাঁদের গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছে। ভোটের মুখে এই ঘটনার বিরুদ্ধেই গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে অবশ্য সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।