বিজেপির আয়ু আর ৬ মাস, দেশ থেকে ধুয়ে যাবে: জলপাইগুড়ি থেকে হুঙ্কার মমতার

বিজেপির আয়ু আর ৬ মাস, দেশ থেকে ধুয়ে যাবে: জলপাইগুড়ি থেকে হুঙ্কার মমতার

কলকাতা: রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের উত্তেজনা৷ কিন্তু রাজ্যের শাসক দলের পাখির চোখ লোকসভা নির্বাচন৷ সেই লক্ষ্যভেদেই শুক্রবার পাটনায় বসেছিল দেশের অবিজেপি দলগুলির বৈঠক৷ ওই বৈঠকের পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ব এবং বিজেপিকে হারাব।’ তারপর কয়েকদিনের মধ্যেই  চব্বিশের লোকসভায় বিজেপির ভাগ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির আয়ু আর ছ’মাস। আমি যদি ভারতকে চিনে রাখি তাহলে চব্বিশে ওরা ধুয়ে যাবে”।

আগামী বছর সম্ভবত ফেব্রুয়ারি-মার্চ মাসে লোকসভা ভোট৷ সেই হিসাব কষেই এদিন ছ’মাসের কথা উল্লেখ করেছেন তিনি। এদিকে, মমতার মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘২০১৯ সালের জানুয়ারিও মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত নেতাদের এনে হাত ধরে দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির নাম ছিল ইউনাইটেড ইন্ডিয়া র‍্যালি। তারপর কী হয়েছিল সেটা সকলের জানা। এবার আরও আগে থেকে উনি এসব করা শুরু করেছেন। ফলে ধরেই নেওয়া যায় আগের বারের থেকে বিজেপি আরও বেশি আসন নিয়ে সরকার গড়বে।’’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *