প্রথম দফার ভোটে কত আসন পাবে BJP? শাহের ভবিষ্যৎবাণীতে ক্ষুব্ধ মমতার

বাংলার প্রথম দফা নির্বাচনে ২৬টি আসন বিজেপি জিতবে বলে আশা প্রকাশ করেছেন অমিত শাহ

চণ্ডীপুর: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফা সমাপ্ত হয়েছে। কিন্তু ভোটের ফল ঘোষণার আগেই তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। প্রথম দফার ৩০ আসনে শেষ হাসি হাসবে কে? বঙ্গ রাজনীতির অন্দরমহলে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্ন নিয়েই এদিন জোরদার বাকযুদ্ধে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ।

বাংলায় প্রথম দফা নির্বাচন সমাপ্তির পর এদিন তা নিয়ে দলের প্রতিক্রিয়া ব্যক্ত করতে দিল্লি থেকে সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিলেন বিজেপি নেতা অমিত শাহ। বাংলায় জয়ের বিষয়ে সেখানে আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ে তাঁর গলা থেকে। প্রথম দফার নির্বাচনে ৩০ আসনের মধ্যে ২৬টিতেই জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, রবিবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে এমনটাই জানিয়েছেন তিনি। আর অমিত শাহের এই আত্মবিশ্বাসকেই এদিন দলীয় জনসভা থেকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীর হয়ে ভাষণ রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নির্বাচনী ফলাফল নিয়ে অমিত শাহের মন্তব্যকে এক হাত নিয়েছেন তিনি। বলেছেন, “২৬টা কেন, ৩০টার মধ্যে ৩০ টাই জিতবেন বলুন। তাহলেই তো গোল্লা বেশি মিলবে।” স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, “আর চারটেই বা বাকি রাখলেন কেন? সিপিএম আর কংগ্রেসের জন্য? আমি তো বলছি আমি কিছুই বলব না। আমি জানি মানুষ আমাদের ভোট দিয়েছেন। নম্বরটা মানুষকেই বলতে দেবো। তাঁরাই বলবেন।”

এখানেই শেষ নয়, এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই অমিত শাহের উদ্দেশ্যে ফের আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি ভোটে কটা সিট পাবো, আমি কীভাবে বলবো? আমি কি ভোটের মেশিনের মধ্যে ঢুকে যাবো? আন্দাজে বলতে পারি আমাদের পক্ষে ভোট দিয়েছেন মা ভাই বোনেরা।” উল্লেখ্য, এদিন শুধু প্রথম দফাই নয়, গোটা নির্বাচনেই ২০০-র বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি জিতে বাংলায় সরকার গড়বে বলে আশা প্রকাশ করেছেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =