নন্দীগ্রাম: ভোট পরিদর্শনে বেরিয়ে বয়ালে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের অভিযোগ শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত বিক্ষোভের সুরে তারা অভিযোগ জানান যে, বিজেপি তাঁদের ভোট দানে বাধা দিচ্ছে এবং তাঁদের ভয় দেখান হচ্ছে। প্রায় ঘন্টা দুয়েক সেই বুথে থাকার পর কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেখান থেকে বেরিয়ে এসে চরম আত্মবিশ্বাসী হয়ে মমতা দাবি করলেন যে, নন্দীগ্রাম নিয়ে কোনও চিন্তা নেই তাঁর, কারণ এখানে তিনি জিতছেনই। মমতার কথায়, নন্দীগ্রামে ৯০ শতাংশ ভোট পাবে তৃণমূল কংগ্রেস, নন্দীগ্রাম নিয়ে তিনি চিন্তিত নন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য, গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় চূড়ান্ত অসভ্যতামি এবং তাণ্ডব চালানো হচ্ছে, ভোট লুটের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় গিয়ে গুন্ডামী করা হচ্ছে এবং মানুষকে ভয় দেখানো হচ্ছে। একই সঙ্গে, জমি আন্দোলনের নেতা আবু তাহের সহ যারা রয়েছেন তাদের হাইকোর্ট স্টে অর্ডার দেওয়ার পরেও গতকাল রাতে তাদের বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে। নন্দীগ্রামে নিজের জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী হয়ে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা-মাটি-মানুষের আশীর্বাদে তিনি নন্দীগ্রামে জিতবেনই, কিন্তু বিজেপি যে এখানে বিভিন্ন জায়গায় তাণ্ডব করছে এবং মানুষকে ভোট দিতে দিচ্ছে না তা সকলেই দেখেছেন। বন্দুক নিয়ে দাঁড়িয়ে ভয় দেখানো হচ্ছে ভোটারদের বলে অভিযোগ করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আওয়াজ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্তব্য করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর কাজ করছে এবং বিজেপির কর্মী এবং সমর্থকদের সঙ্গে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এলাকায় যারা যারা আতঙ্ক সৃষ্টি করছে তারা সবাই বহিরাগত, এই এলাকার কেউ মানুষ নয় বলে দাবি করেছেন তিনি।