সকাল থেকে ১০০টা এফআইআর করেছেন মমতা! প্রার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ

সকাল থেকে ১০০টা এফআইআর করেছেন মমতা! প্রার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ

কালচিনি: বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হবার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। বিজেপি, মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাংলায় ভোট প্রভাবিত করার চেষ্টা করছেন বলে আগেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গের সভা থেকে তৃণমূল প্রার্থীদের উপর হামলার ঘটনায় সরব হলেন তিনি। জানালেন, সকাল থেকে তিনি ১০০ টা এফআইআর করে ফেলেছেন। একইসঙ্গে জনসাধারণকে বার্তা দিয়েছেন, কোথাও কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ওই জায়গার কমান্ড্যান্টের বিরুদ্ধে অভিযোগ করতে।

এদিন ভোট পর্ব শুরু হতেই বিক্ষিপ্ত জায়গায় অশান্তির খবর সামনে আসে। খানাকুলের তৃণমূল কংগ্রেস প্রার্থী নাজিবুল করিমকে আক্রমণ করা হয়, এদিকে আরামবাগে অন্য এক তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁর ওপর আক্রমণ করা হয়। দুই ঘণ্টায় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কাঠগোড়ায় তুলে এফআইআরের কথা জানিয়েছেন তিনি। যদিও এই দুই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিধানসভা নির্বাচনে তিন দফা এখনো সম্পন্ন হয়নি তার মধ্যেই এতগুলো খুন হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন যদি এতটাই ভাল হয় তাহলে এই ঘটনা ঘটে কি করে, প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাঁর নতুন অভিযোগ, বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ঢুকতে দিচ্ছে না তারা, বলা হচ্ছে শুধু বিজেপিকে ঢুকতে দেওয়া হবে! সব মিলিয়ে ফের একবার কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

একইসঙ্গে বলেন, সংবাদমাধ্যম একাধিকবার দেখাচ্ছে যে কিভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং কর্মী-সমর্থকদের আক্রমণ করছে বিজেপি। তা দেখেও কার্যত চুপ কেন্দ্রীয় বাহিনী। এই প্রেক্ষিতে সবাই আগত সকলকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেউ যেন ভয় না পান, সবাইকে জোট বদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *