‘পাহাড়ের মেয়েকে পরিবারের বউ করে আনছি’, পাহাড়ে দাঁড়িয়েই জানালেন মমতা

‘পাহাড়ের মেয়েকে পরিবারের বউ করে আনছি’, পাহাড়ে দাঁড়িয়েই জানালেন মমতা

দার্জিলিং: পাহাড়ি মেয়েকে বন্দ্যোপাধ্যায় পরিবারের বউ করে আনছেন তিনি৷ পাহাড়ে দাঁড়িয়েই সে কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ঠাকুরনগরে মতুয়া মেলার অনুষ্ঠান, সবাই মোদীর ভাষণের অপেক্ষায়

এদিন পাহাড়ের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সিবিধার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷  পাশাপাশি পাহাড়ের মানুষের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘‘আমি পাহাড়ের চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছি। আপনারা একবার ঐক্যবদ্ধ হয়ে বলুন ১০ বছর ঝগড়া করব না। দেখবেন পাহাড়ের উন্নয়ন কোথায় পৌঁছয়।’’ মমতা আরও বলেন, ‘‘আমি চাই মহিলারা আরও বেশি করে এগিয়ে আসুন। যে বাড়িতে মহিলারা খুশি থাকেন সেই পরিবারও খুশিতে থাকে।’’ তাঁর বর্ণনায়, ‘‘পাহাড়ি মেয়েদের হাসি কাঞ্চনজঙ্ঘার হাসির মতো। পাহাড়কে বাড়ির মেয়ের মতো আমি সহযোগিতা করব।’’ দার্জিলিঙের প্রতি তাঁর মুগ্ধতা কথা বলতে গিয়েই তিনি জানান, পাহাড়েরই এক মেয়েকে বন্দ্যোপাধ্যায় বাড়ির বউমা করে নিয়ে যাছেন তাঁরা। 

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের পরিবারের এক সদস্যের পাহাড়ের একটি  পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। পাহাড়কে ভালবাসি, তাই পাহাড়ের মেয়েকে ঘরের বউ করে আনছি। এখন আপনাদের বাড়ি আমার বাড়ি। আর আমার বাড়ি আপনাদের বাড়ি।’’

সেই সঙ্গে এদিন বিজেপি’কে তুলোধোনা করে তিনি বলেন, ‘‘দিল্লি কা লাড্ডুর প্রয়োজন নেই। পাহাড়ের মানুষের দরকার দার্জিলিঙ, মিরিক, কালিম্পঙের লাড্ডু। যা আছে প্রচুর আছে। এমন ট্যালেন্ট আর কারও নেই। শিক্ষা, সংস্কৃতি সবেতেই এগিয়ে পাহাড়।’’