অভিষেকের সঙ্গে পারলে রাজনৈতিক লড়াই লড়ো, তোপ মমতার

অভিষেকের সঙ্গে পারলে রাজনৈতিক লড়াই লড়ো, তোপ মমতার

কলকাতা:  কয়লাকাণ্ডে ১ সেপ্টেম্বর সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি তলব করা করেছে সিবিআই। এই নিয়ে আজ ছাত্র পরিষদের মঞ্চে সরাসরি  মন্তব্য না করলেও, কথার প্যাঁচে বুঝিয়ে দিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। সুর চড়িয়ে তিনি বলেন, ‘‘অভিষেকের সঙ্গে পারলে রাজনীতির লড়াই লড়ো।’’ 

আরও পড়ুন- দেশের মাটি কি বিক্রি হয়? এবার বলবে চোখ, নাক, কান, জিভ বিক্রি করে দাও, তোপ মমতার

কয়লা মন্ত্রক যে কেন্দ্রীয় সরকারের অধীনে, এ দিন সে কথা আরও একবার স্মরণ করিয়ে দেন মমতা। তিনি বলেন, ‘‘কয়লা চুরির ক্ষেত্রে শুধু তৃণমূলকে ধরলে হবে?  তৃণমূলের দায়িত্বে কয়লা নেই। কয়লা তোমার সিআইএসএফের দায়িত্বে। কেন্দ্রের মন্ত্রকের হাতে। তোমার মন্ত্রক কী করছিল? আমি এক ডজন মন্ত্রীর নাম বলতে পারি যারা আসানসোলকে লুঠে খেয়েছে। কাউকে ধরে জোর করে কারও নাম লিখিয়ে নিলাম, এটা হতে পারে না অমিত শাহ। ভুলে যাবেন না, নির্বাচনের সময় যত নেতা-মন্ত্রীরা এসেছিল, আসানসোলে কয়লা মাফিয়াদের কাছে থেকেছিল। আমার কাছে সব খবর আছে। কারা ছিল ইস্ট-ওয়েস্ট হোটেলে? তালিকা বের করব?’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *