‘ওদের মিনিস্টাররা এক মাস ধরে ওখানে পড়েছিল…’ ধূপগুড়ি দখল করে বললেন মমতা

‘ওদের মিনিস্টাররা এক মাস ধরে ওখানে পড়েছিল…’ ধূপগুড়ি দখল করে বললেন মমতা

mamata banerjee

কলকাতা: জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি উড়ে যাওয়ার আগেই মিলল সুখবর। সিপিএম-এর হাত থেকে আসন ছিনিয়ে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী তৃণমূল। একুশের ভোটে এই আসনেই বিজেপি’র কাছে হারতে হয়েছিল শাসক শিবিরকে৷ উপনির্বাচনে হারানো আসন ফিরে পেয়ে উচ্ছ্বসিত দল৷ ধূপগুড়ির এই জয়কে মানুষের জয় বলে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গোটা উত্তরবঙ্গ তৃণমূলের সঙ্গে রয়েছে। দার্জিলিং থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর সকলেই আমাদের সঙ্গে। ধূপগুড়ির উপভোটকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ 

এদিন দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ধূপগুড়ির মানুষকে অনেক অভিনন্দন জানাতে চাই। চাবাগান থেকে রাজবংশী সম্প্রদায়, সকলে তৃণমূলকে সমর্থন করেছেন। এই আসনে লোকসভায় বিজেপির প্রায় ১৯ হাজার লিড ছিল৷ এটা ওদের একটা শক্ত ঘাঁটি।” এর পরেই মমতার চাঞ্চল্যকর উক্তি, “ওদের মিনিস্টার, নেতারা এক মাস ধরে ওখানে পড়েছিলেন৷  প্রতিটা হোটেল বুক ছিল। একটা জায়গা ছিল না যেখানে কেউ যেতে পারে। আমি মনে করি এটা উত্তরবঙ্গে বড় জয়। সারা বাংলার জয়।”

একইসঙ্গে এদিন বাংলা দিবস নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শানো যায় মমতাকে৷ তিনি বলেন, বৃহস্পতিবারই বাংলার প্রতিষ্ঠা দিবস হিসাবে পয়লা বৈশাখের নাম প্রস্তাব করা হয়েছে। তিনি স্পষ্ট বলেন, “এটা রেজোলিউশন। তাই এটা কারও কাছে যাবে না। জাস্ট ইনফরমেশনটা আমরা পাঠিয়ে দেবো। এটা গতকালই দুই তৃতীয়াংশ ভোটে পাশ করেছি। বাংলার মাটি, বাংলার জলের জয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =