ফের ধর্নায় মমতা, ছবি এঁকে প্রতিবাদ! রাতেই পরপর ২টি জনসভা

ফের ধর্নায় মমতা, ছবি এঁকে প্রতিবাদ! রাতেই পরপর ২টি জনসভা

4187c724bf6401e635bebe0dc8e58b28

কলকাতা: ফের ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচন কমিশনের ভোটের প্রচারের উপর জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ সাড়ে ১১ থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন তৃণমূল সুপ্রিমো। হুইলচেয়ার নিয়ে একা-একাই ধর্নায় বসে ছবি আঁকছেন তিনি৷ রাত আটটা পর্যন্ত নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অনুযায়ী কোনোরকম ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না তিনি। তারপরেই অবশ্য আজ রাতের মধ্যেই পরপর দুটি সভা করবেন মমতা৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ও প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ এনে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তার প্রতিবাদে আজ বেলা ১২টায় ধর্নায় বসার কথা ছিল মমতার। আজ সকাল ৯.৪০-এ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কাছে ধর্নার অনুমতি চেয়েছিল তৃণমূল। যদিও এখনও পর্যন্ত কোনও অনুমতি পাওয়া যায়নি। তা সত্ত্বেও নির্ধারিত সময়ে ২৫ মিনিট আগে ধর্নামঞ্চে পৌঁছে য়ান মমতা।

মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি থাকবে মমতার ভোট প্রচারে। অন্যদিকে, পঞ্চম দফার ভোটের ৭২ আগেই প্রচার শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। তাই মঙ্গলবার রাত ১০টা পর্যন্তই প্রচার করা যাবে। তাই শনিবারের ভোটের প্রচারের জন্য নিষেধাজ্ঞার সময়সীমা শেষের পরে আর মাত্র ২ ঘণ্টা সময় পাবেন মমতা। সেই অল্প সময়কেই কাজে লাগাবেন তিনি। করবেন দুটি জনসভা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আধঘণ্টার মধ্যে তৃণমূল সুপ্রিমো বিধাননগর ও বারাসতে জনসভা করবেন। অন্যদিকে, বুধবার বিজেপি নেতা রাহুল সিনহার ভোটের প্রচারে বাংলায় আসার কথা থাকলেও তারও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *