দিদি নম্বর ওয়ানের সেটে বাংলার দিদি! টানা আড়াই ঘণ্টা শুটিং সারলেন মমতা

দিদি নম্বর ওয়ানের সেটে বাংলার দিদি! টানা আড়াই ঘণ্টা শুটিং সারলেন মমতা

mamata banerjee

কলকাতা: খবর ছিলই৷ সেই মতোই আজ ‘দিদি নাম্বার ওয়ান’এর সেটে পৌঁছলেন বাংলার দিদি৷ মুখ্যমন্ত্রী আসবেন বলে কথা৷ সকাল থেকেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম৷  সেখানেই করা হয়েছিল দিদি নম্বর ওয়ান-এর সেট৷ দুপুর ১২টাযর সময় সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী৷  প্রায় আড়াই ঘণ্টা টানা শ্যুটিং সেরে বিকেল তিনটে নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তিনি। বাইরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন ,”ভাল হয়েছে”।

এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর আসা নিয়ে সকাল থেকেই দিদি নাম্বার ওয়ানের সেটে উন্মাদনা ছিল তুঙ্গে৷ মুখ্যমন্ত্রীর জন্য নিরাপত্তাও ছিল আঁটোসাঁটো৷ পাশাপাশি তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতিও সেরে রেখেছিল দিদি নম্বর ওয়ান কর্তৃপক্ষ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে খেলে উচ্ছ্বসিত রচনা বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁর কথায়, ‘‘এতদিনে দিদি নম্বর ওয়ান নামটা সার্থক হল৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =