mamata
কলকাতা: বিশ্বকাপে ভারতকে নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে৷ কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় রোহিত শর্মার ভারতকে৷ এই প্রসঙ্গে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের জন্য নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই কার্যত দায়ী করেন তিনি। মমতা বলেন, ‘ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতা বা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হত, তাহলে আমরা জিততাম।’
এখানেই থেকে থাকেননি মুখ্যমন্ত্রী৷ তিনি আরও বলেন, ‘‘সব গেরুয়া পরিয়ে দিয়েছে। এমনকী খেলার সময়ও বলেছিল নীল পরা যাবে না। তবে প্লেয়ারদের আপত্তিতে সেই আবদার খাটেনি। তাও দেখবেন নীলের মধ্যে একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে।’’ এটাই প্রথম নয়৷ এর আগেও ভারতের ক্রিকেট দলের জার্সি নিয়ে অভিযোগ করেছিলেন মমতা। বলেছিলেন, ‘আমি ভারতীয় খেলোয়াড়দের ভালোবাসি। তাদের প্র্যাকটিস ড্রেসও গেরুয়া করে দিয়েছে। ওরা তো লড়াই করে নীল জার্সি পরে। মেট্রোর স্টেশনও বানাচ্ছে পুরো গেরুয়া রঙের।’’